বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ড-ভারতের ৭ জন, কেউ নেই বাংলাদেশ ও পাকিস্তানের
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম

বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ড-ভারতের ৭ জন, কেউ নেই বাংলাদেশ ও পাকিস্তানের

বর্ষসেরা টেস্ট দলে ইংল্যান্ড-ভারতের ৭ জন, কেউ নেই বাংলাদেশ ও পাকিস্তানের

২০২৪ সালের বর্ষসেরা টেস্ট দলের তালিকা প্রকাশ করেছে আইসিসি। যেখানে আধিপত্য ইংল্যান্ড ও ভারতের। একজন করে আছে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার। জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কারও।

একাদশের সাত জনই ব্যাটার, একজন স্পিন অলরাউন্ডার আর বাকি তিন জন পেসার। যার মধ্যে সর্বাধিক চার জন ইংল্যান্ডের। দ্বিতীয় সর্বোচ্চ তিন জন ভারতের। অস্ট্রেলিয়ার দুই জন আর নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার আছে একজন করে।
 
 
ওপেনার হিসেবে ভারতের যশস্বী জয়সওয়ালের সঙ্গী ইংল্যান্ডের বেন ডাকেট। তিনে নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। চারে ইংলিশ ব্যাটার জো রুট। পাঁচ নম্বর জায়গাটা দখলে নিয়েছেন আরেক ইংলিশ ব্যাটার হ্যারি ব্রুক।
একমাত্র শ্রীলঙ্কান হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন কামিন্দু মেন্ডিস। অসাধারণ একটি বছর কাটানো কামিন্দুর গড় অন্য সবার চেয়ে বেশি। ৭৪.৯২ গড়ে তিনি করেছেন ১০৪৯ রান।
 
উইকেটরক্ষক ব্যাটার হিসেবে সুযোগ পেয়েছেন ইংল্যান্ডের জেমি স্মিথ।  সেরা টেস্ট দলে স্পিন অলরাউন্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা।
পেস বোলার হিসেবে সেরা দলে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও ভারতের জাসপ্রিত বুমরাহ। তিন জনের মধ্যে অবশ্য এক কদম এগিয়ে আছেন কামিন্স। বর্ষসেরা দলের অধিনায়কও তিনি। গত বছরও তিনি বর্ষসেরা টেস্ট দলের অধিনায়ক ছিলেন।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com