আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ৯:৫৪ এএম

আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

আরাফাত রহমান কোকো’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও কম্বল বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৪ জানুয়ারি) দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর মীরপুরের পল্লবী থানার অহংকার শফিকুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা ১৬ আসনের বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অংশ গ্রহণে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে শফিকুল ইসলাম  বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশকে এগিয়ে নিতে হবে কোন প্রকার চাঁদাবাজি, সন্ত্রাসী যেই করুক তাকে ধরে নিয়ে পুলিশে সোপর্দ করতে হবে‌।

সকল নেতাকর্মী উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের নির্দেশে অসহায় দরিদ্র মানুষের পাশে প্রত্যেক নেতা কর্মীকে দাঁড়াতে হবে দলে কোন প্রকার আওয়ামী লীগের নেতা কর্মীকে আশ্রয় দেওয়া যাবে না, গত ১৮ বছর বিএনপি’র যে সকল নেতাকর্মী নির্যাতিত হয়েছে জেল খেটেছে পালিয়ে বেরিয়েছে তাদের জন্য আমার দরজা খোলা।

তিনি আরো বলেন, পল্লবী তথা ঢাকা ১৬ আসনের সকল নাগরিকের অধিকার আদায়ের নিজেকে বিলিয়ে দেব এবং সর্বদা প্রত্যেকটা নাগরিকের পাশে থাকবো এজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন । বক্তব্য শেষে তিনি পাঁচশত গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।

এরপূর্বে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com