ডিআরইউ শীতকালীন ব্যাডমিন্টন স্টাফ এককে চ্যাম্পিয়ন জসিম, রানার-আপ বাবুল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ডিআরইউ শীতকালীন ব্যাডমিন্টন স্টাফ এককে চ্যাম্পিয়ন জসিম, রানার-আপ বাবুল ডিআরইউ চত্বরে অনুষ্ঠিত জমজমাট ফাইনালে জসিম উদ্দিন ২-০ সেটে জাকির হোসেন বাবুলকে হারিয়ে বিজয়ী হন। ফাইনাল খেলায় জসিমের দাপুটে পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন উপস্থিত দর্শকরা। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফিরোজ হাওলাদার ২-১ সেটে বাপ্পী খানকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেন। ডিআরইউ শীতকালীন ব্যাডমিন্টন টুর্নামেন্টে স্টাফদের অংশগ্রহণ এবং উৎসাহ-উদ্দীপনায় টুর্নামেন্টটি পরিণত হয় একটি প্রাণবন্ত আয়োজন হিসেবে। টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডিআরইউর সভাপতি এবং সাধারণ সম্পাদক। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |