জনগণের সঙ্গে প্রতারণা করবেন কেন,প্রশ্ন মান্নার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() জনগণের সঙ্গে প্রতারণা করবেন কেন,প্রশ্ন মান্নার শনিবার (২৫ জানুয়ারি) বিকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট বাংলাদেশ প্রাঙ্গণে শিক্ষক কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আয়োজিত শিক্ষক সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, গত দুই দিন ধরে বাংলাদেশে একটা বিতর্ক উঠেছে, যেটার কোন দরকার ছিল না। আপনাদের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে প্রশ্নটা তুলেছেন, সেই প্রশ্নটা যুক্তিসঙ্গত। আপনি সরকারে থাকবেন, আবার দলও বানাবেন, আপনি পুরুষ মানুষ বলবেন আবার মেয়ে মানুষও বলবেন এমনটা হবে না। আপনার একটা নামের সঙ্গে তিনটা নাম যুক্ত হবে এমন হয় না। ছাত্ররা দল নিশ্চয় করতে পারেন মন্তব্য করে মাহমুদুর রহমান মান্না বলেন, যদি দল করেন, ঘোষণা দিয়ে করেন, নিষেধ নেই গণতান্ত্রিক দেশে। কিন্তু ক্ষমতায় থেকে দল করবেন অথবা এখন ঠিক দল করছেন না কিন্তু যখন দল হবে তখন দেখা যাবে আপনার নাম অন্তর্ভুক্ত আছে। অথবা দল হবার ৬ মাসের মধ্যে যদি আপনার নাম যুক্ত হয় তাহলে বুঝতে হবে এখন থেকে ঐ নতুন দল হওয়া পর্যন্ত আপনি গোপনে গোপনে কাজ করেছেন। শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও আরও উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এবং ইআরআই চেয়ারম্যান ড. আ ন ম ইহসানুল হক মিলন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |