শান্তিগঞ্জে বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফ স্মরণ সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ১:৫৪ পিএম আপডেট: ২৬.০১.২০২৫ ৩:৩৬ পিএম

শান্তিগঞ্জে বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফ  স্মরণ সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে বরেণ্য শিক্ষাবিদ আব্দুর রউফ স্মরণ সভা অনুষ্ঠিত

প্রিয় শিক্ষক রউফ স্যারের স্মরণে একে একে স্মৃতিচারণ করতে করতে আবেগে ভেসে যাচ্ছিলেন তার শিক্ষার্থীরা। এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা। অনেকের চোখে অশ্রু ভেসে উঠছিল। কেউ কেউ বলেন, "আমার পা থেকে মাথা পর্যন্ত সবটুকুই রউফ স্যারের অবদান। মা-বাবা আমাকে শুধু জন্ম দিয়েছেন, বাকিটুকু গড়েছেন রউফ স্যার। আজ আমরা কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা সরকারের উচ্চপদে কাজ করছি। কিন্তু আজও আমরা আমাদের প্রিয় শিক্ষক রউফ স্যাকে ভুলিনি। তিনি আমাদের আদর্শ হয়ে আজীবন আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।"

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে শান্তিগঞ্জ টিচার্স ক্লাবের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার, বরেণ্য শিক্ষাবিদ আলহাজ্ব মো. আব্দুর রউফ এর স্মরণ সভায় পরম শ্রদ্ধা ও ভালোবাসায় আবেগাপ্লুত গলায় স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন তার শিক্ষার্থীরা।

স্মরণ সভায় অবসরপ্রাপ্ত শিক্ষক রাধিকা রঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক ফয়সল আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জ্যোতির্ময় দাশ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান রাশেদ মাহমুদ, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মকবুল হোসেন, আব্দুল মজিদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: মাসুদু রউফ পল্লব, শাহজালাল মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল কবির, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সাবেক চেয়ারম্যান মাসুক মিয়া, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদনমোহন রায়, জয়কলস উজানীগাঁও রশিদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলাউদ্দিন, মরহুমের বড় ছেলে সুনামগঞ্জ জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী আজিজুর রউফ বিপ্লব, জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, প্রভাষক অজয় কুমার, সেলিম আহমদ, কবির আহমদ, শিক্ষক ও কবি তালেব হোসেন, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবু তালেব, ইয়াকুব আলী কামরূপদলং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী এবং রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সঞ্জয় কুমার তালুকদার, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক প্রমুখ।

সভায় মানপত্র পাঠ করেন শিক্ষক শামিম আহমদ। পবিত্র কোরআন তিলাওয়াত করেন ডুংরিয়া স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণির শিক্ষার্থী ইমামদুদ্দিন খান মিনহাজ। সভার শেষে বরেণ্য এই শিক্ষাবিদের আত্মার মাগফেরাত কামনা করে এক বিশেষ মোনাজাত করা হয়। এতে উপজেলা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, নানা শ্রেণি-পেশার মানুষজনসহ মরহুমের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।



ডেল্টা টাইমস/তৈয়বুর রহমান/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com