লাইট হাউজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বগুড়া সদর প্রতিনিধি:
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৫:৩১ পিএম আপডেট: ২৬.০১.২০২৫ ৬:১৩ পিএম

লাইট হাউজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লাইট হাউজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

লাইট হাউজের উদ্যোগে বগুড়ার কাহালু উপজেলার কাজীপাড়ায় গরিব ও দুস্থ মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে তাদের কিছুটা সুরক্ষা দিতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।


রোববার (২৬ জানুয়ারি) বিকালে  শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাইট হাউজের নির্বাহী প্রধান মো.হারুন অর রশিদ, যিনি ৩৫৮ জন দুস্থ মহিলার মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এসময়  হারুন অর রশিদ তার বক্তব্যে বলেন, এই উদ্যোগের মাধ্যমে আমরা গরিব, অসহায় এবং দুস্থ মহিলাদের পাশে দাঁড়াতে চেয়েছি। শীতের দিনগুলো তাদের জন্য অত্যন্ত কষ্টের হয়ে দাঁড়ায়, তাই আমরা কিছুটা হলেও তাদের কষ্ট লাঘব করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান, যিনি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন।


এছাড়া, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিনও শীতবস্ত্র বিতরণের মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং তা সম্প্রদায়িক বন্ধনকে আরও শক্তিশালী করে।


এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই একযোগে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

লাইট হাউজের এই উদ্যোগটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে এবং এতে অংশগ্রহণকারীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।



ডেল্টা টাইমস/আবদুস সবুর/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com