লাইট হাউজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
বগুড়া সদর প্রতিনিধি:
|
লাইট হাউজের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান, যিনি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। এছাড়া, বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম উদ্দিনও শীতবস্ত্র বিতরণের মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং তা সম্প্রদায়িক বন্ধনকে আরও শক্তিশালী করে। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ব্যক্তিত্ব ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই একযোগে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। লাইট হাউজের এই উদ্যোগটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে এবং এতে অংশগ্রহণকারীরা তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ডেল্টা টাইমস/আবদুস সবুর/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |