বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫, ৬:৫৯ পিএম আপডেট: ২৬.০১.২০২৫ ৮:৩১ পিএম

বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা বন্ধ করছে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশে অবস্থান করা রোহিঙ্গাদের রক্ষাকারী খাদ্য ও পুষ্টি মার্কিন সহায়তা বন্ধ হওয়ার ঘোষণা অব্যহতি দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশের হাই প্রেজেন্টেটিভের সঙ্গে দেখা করে অব্যহতি সম্পর্কে জানিয়েছেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে যুক্তরাষ্ট্রের খাদ্য ও পুষ্টি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্ট ড. মুহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন।

ডোনাল্ড ট্রাম্পের পদক্ষেপ অনুসারে রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সহায়তা কার্যক্রম বন্ধ করার জন্য ঘোষণা দিয়েছিল ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)। তবে বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের জন্য এই পদক্ষেপ কার্যকর হবে না।


উল্লেখ্য, রোহিঙ্গা সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ২০১৭ সালের আগস্ট থেকে আড়াইশ' কোটি ডলারেরও বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ও স্থানীয় সম্প্রদায়ের জন্য সহায়তার পরিমাণ ২১০ কোটি ডলার।

যুক্তরাষ্ট্র ইউএসএআইডি ছাড়াও পররাষ্ট্র, কৃষি, বিচার, জ্বালানিবিষয়ক দপ্তর এবং ফেডারেল ট্রেড কমিশনের মাধ্যমে বাংলাদেশকে সহায়তা দিয়ে থাকে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৪৯ কোটি ডলার (প্রায় ছয় হাজার কোটি টাকা) সহায়তা দিয়েছে। ২০২৪ সালের আংশিক হিসাবেও সহায়তার পরিমাণ প্রায় কাছাকাছি।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com