শাহ আমানত বিমানবন্দরে মোবাইল ফোনের চালান জব্দ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() শাহ আমানত বিমানবন্দরে মোবাইল ফোনের চালান জব্দ রোববার (২৬ জানুয়ারি) সকালে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমানবন্দরের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা-এনএসআই ও শুল্ক গোয়েন্দার যৌথ অভিযানে ট্রলি ব্যাগটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, পরিত্যক্ত ওই ট্রলি ব্যাগের ভেতরে ৪৯টি স্যামসাং ব্র্যান্ডের স্মার্টফোন এবং ৪৬টি নকিয়া ব্র্যান্ডের ফোনসেট পাওয়া গেছে। উদ্ধার হওয়া এসব মোবাইল সেটের বাজারমূল্য প্রায় ১৮ লাখ ৩০ হাজার টাকা। বিমানবন্দর কাস্টমের কাছে এসব মোবাইল সেটগুলো হস্তান্তর করা হয়েছে। ট্রলিটি কোন যাত্রী নিয়ে আসছে সে বিষয়ে তদন্ত চলছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |