দুবলার চরে অস্ত্রসহ ৩ ভারতীয় জলদস্যু আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫, ১:৪৬ পিএম

 আটক তিন ভারতীয় জলদস্যু।

আটক তিন ভারতীয় জলদস্যু।

বঙ্গোপসাগরের পাড়ে অবস্থিত দুবলা চরে হামলা, লুটপাট ও জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সময় স্থানীয় জেলেদের হাতে অস্ত্রসহ তিন ভারতীয় জলদস্যু আটক হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) রাত ১১টায় আলোর কোলে জেলে পল্লিতে এ ঘটনা ঘটে।
 
দুবলা ফিসারম্যান গ্রুপের সভাপতি কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক জলদস্যুদেরকে দুবলা চরের কোস্ট গার্ড কন্টিজেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে।
 
তিনি জানান, রোববার রাত ১১টার দিকে একটি ভারতীয় ফিশিং ট্রলার থেকে ১৫-১৮ জন জলদস্যু দুবলা চরের জেলে পল্লিতে হামলা চালায় এবং লুটপাট শুরু করে। পরে দস্যুদল দুই ভাগে বিভক্ত হয়ে ২০ থেকে ২৫ জন জেলেকে জিম্মি রেখে অন্য পল্লিতে হানা দেয়।
 
এ পরিস্থিতিতে, জিম্মি জেলেরা সাহসিকতার সাথে দস্যুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এক দস্যু জীবন বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। তবে, অন্য জেলেরা ধাওয়া করে তিন ভারতীয় জলদস্যুকে আটক করে এবং তাদের কাছ থেকে দেশীয় একনালা বন্দুক, কয়েক রাউন্ড গুলি এবং ভারতীয় কিছু কাগজপত্র উদ্ধার করে।
 
এরপর আটক দস্যুদের কোস্ট গার্ডের হাতে তুলে দেয়া হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ঘটনায় অভিযান চলছে এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।


ডেল্টা টাইমস/আলী আজীম/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com