দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তানজিম সাকিব
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() দুই ম্যাচ নিষিদ্ধ হলেন তানজিম সাকিব গতকাল (বৃহস্পতিবার) বিপিএলে নিজেদের শেষ ম্যাচে চিটাগং কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। প্রতিপক্ষের বিদেশি ক্রিকেটার ক্লার্ককে আউট করেই আগ্রাসী মনোভাব দেখান সাকিব। বিষয়টি নজর এড়ায়নি ম্যাচ অফিসিয়ালদের। যে কারণে ম্যাচ শেষে শাস্তির মুখে পড়তে হয়েছে সিলেটের এই পেসারকে। আগ্রাসী আচরণের জন্য গতকাল ম্যাচ রেফারি এহসানুল হক সেজান সাকিবকে দুটি ডিমেরিট পয়েন্ট দেন। সঙ্গে ম্যাচ ফির ১০ শতাংশ কর্তনও করেন। এর আগে চলতি বিপিএলে আরও দুটি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন সাকিব। সবমিলিয়ে ২৪ মাসে চারটি ডিমেরিট পয়েন্ট থাকায় শাস্তি হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন তিনি। তবে স্বস্তির খবর হচ্ছে, সেটা শুধু কার্যকর হচ্ছে ঘরোয়া ক্রিকেটেই। চলমান বিপিএলে সিলেট ছিটকে যাওয়ায় সাকিবের আর খেলা নেই। আগামী ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) যে দলের হয়ে খেলেন, প্রথম দুটি ম্যাচে দেখা যাবে না সাকিবকে। থাকতে হবে ডাগআউটে। প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে কোনো বাধা থাকছে না তানজিম সাকিবের। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে আছেন টাইগার এই পেসার। ডেল্টা টাইমস্/ এমকে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |