সাংবাদিক মেসবাহ শিমুলের মাতার দাফন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক:
|
![]() সাংবাদিক মেসবাহ শিমুলের মাতার দাফন সম্পন্ন সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। এর আগে হার্ট এবং ফুসফুসজনিত জটিলতায় ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতাল এন্ড কার্ডিয়াক সেন্টারে ১০ দিন চিকিৎসাধীন ছিলেন আসিয়া খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্বামী, ৬ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আছিয়া খাতুন একজন সচেতন মানুষ ছিলেন। রাষ্ট্র, সমাজ ও ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে তিনি সজাগ ছিলেন। তারাবুনিয়ায় স্থানীয় ঈদগাহ ময়দানে সকাল ৯টায় নামাজে জানাযা শেষে মরদেহ দাফন করা হয়। মেসবাহ উল্লাহ শিমুলের মাতা আসিয়া খাতুনের মৃত্যুতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম- বিএসআরএফ, শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ-এসআরএফবি'র পক্ষ থেকে শোক ও পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়েছে। সংগঠনগুলো পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে মরহুমার রুহের মাগফেরাত কামনা করা হয়। ডেল্টা টাইমস/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |