জনতা ব্যাংকের নতুন পরিচালক মোঃ আহসান কবীরকে ব্যাংকের চেয়ারম্যানের শুভেচ্ছা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() জনতা ব্যাংকের নতুন পরিচালক মোঃ আহসান কবীরকে ব্যাংকের চেয়ারম্যানের শুভেচ্ছা মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এ উপলক্ষে ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পর্ষদের চেয়ারম্যান মুহঃ ফজলুর রহমান। এ সময় ব্যাংকের পরিচালক বদরে মুনির ফেরদৌস, ড. মো. আব্দুস সবুর, এ কে এম খবির উদ্দিন চৌধুরী, আব্দুল মজিদ শেখ ও ড. মো. শাহাদাৎ হোসেন, ব্যবস্থাপনা পরিচালক চলতি দায়িত্বে মো. গোলাম মরতুজা, উপব্যবস্থাপনা পরিচালক মো. ফয়েজ আলম ও মো. নূরুল আলম, এফসিএমএ, এফসিএ (সিএফও) এবং কোম্পানি সেক্রেটারি মো. আবদুল আলীম খান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মো. আহসান কবীর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদবিদ্যায় ১৯৮৭ সালে স্নাতক সন্মান এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৪ সালে তিনি বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াসহ দেশ-বিদেশে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ১৯৬৬ সালের ২৬ ডিসেম্বর তিনি মেহেরপুরের বল্লারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |