বগুড়ায় প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
বগুড়া সদর প্রতিনিধি:
|
![]() মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বগুড়া প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী লীগ নেতা নিয়ামুল কবির দলীয় সুপারিশে পাকুল্লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পাওয়ার পর থেকেই দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। স্কুলের ৭টি মেহগনি গাছ কেটে বিক্রি করে আত্মসাৎ, সরকারি বরাদ্দের পাঁচ লাখ টাকা কাজ না করেই আত্মসাৎ, পুরনো আসবাবপত্র বিক্রি করে আত্মসাৎ, শিক্ষকদের প্রাইভেট পড়ানো থেকে ১০ শতাংশ কমিশন আদায়, বিদ্যালয়ের সৌরবিদ্যুতের ব্যাটারি ও ল্যাপটপ নিজের বাড়িতে ব্যবহার, স্কুলের ঘর দোকানঘর হিসেবে ভাড়া দিয়ে টাকা আত্মসাৎ ছাড়াও অসংখ্য অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত তিনি। শিক্ষার্থীরা আরও বলেন, প্রধান শিক্ষকের দুর্নীতির প্রতিবাদে এলাকাবাসী গত এক সপ্তাহ ধরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে আসছে। সাধারণ শিক্ষার্থীরা গত ২ ফেব্রুয়ারি স্কুল মাঠে মানববন্ধন কর্মসূচি পালনকালে প্রধান শিক্ষকের নেতৃত্বে বহিরাগত লোকজন কর্মসূচিতে হামলা করে শিক্ষার্থীদের মারধর করে। স্থানীয়রা জানান, প্রধান শিক্ষক নিয়ামুল কবির সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সদস্য। তার ছোট ভাই জুলফিকার রহমান টিটো পাকুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তারা দুই ভাই স্থানীয় কিছু বিএনপি নেতার সহযোগিতায় শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে মানববন্ধনে হামলা করে। এদিকে গত ২ ফেব্রুয়ারি শিক্ষার্থীদের মানববন্ধনে হামলার পর তোপের মুখে প্রতিষ্ঠান থেকে পালিয়ে যান প্রধান শিক্ষক নিয়ামুল কবির। এরপর থেকে তিনি মোবাইল ফোন বন্ধ রেখে গা ঢাকা দিয়েছেন। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মতিউর রহমান জানান, প্রধান শিক্ষক তাদের সাথেও যোগাযোগ করছেন না। তারাও তাকে ফোনে পাচ্ছেন না। এদিকে সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলাদুন্নবী জানান, ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে দুই গ্রুপ সৃষ্টি হয়েছে। এক গ্রুপ প্রধান শিক্ষকের পক্ষে, আরেক গ্রুপ শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে। ম্যানেজিং কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ডেল্টা টাইমস/আবদুস সবুর/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |