ব্রাভোকে হটিয়ে টি-টোয়েন্টিতে রশিদের ইতিহাস
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ব্রাভোকে হটিয়ে টি-টোয়েন্টিতে রশিদের ইতিহাস এতদিন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ডটি ছিল ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডোয়াইন ব্রাভোর। ৫৮২ ম্যাচে ৬৩১ উইকেট শিকার করেছেন এই ক্যারিবিয়ান পেসার। অথচ তার থেকে ১২১ ম্যাচ কম খেলে (৪৬১ ম্যাচ) ৬৩৩ উইকেট শিকার করেছেন এই ডানহাতি স্পিনার। ইতিহাস গড়ার পর রশিদ খান বলেন, এটি একটি অসাধারণ অর্জন। আমি কখনো ভাবিনি যে এখানে আসতে পারব। যদি ১০ বছর আগে কেউ আমাকে জিজ্ঞেস করতো, আমি কখন এ সম্পর্কে চিন্তাও করিনি। আফগানিস্তান থেকে এই পর্যায়ে পৌঁছানো একটি গর্বের বিষয়। ডিজে (ব্রাভো) টি-টোয়েন্টির সেরা বোলারদের একজন। এটি একটি বড় সম্মান এবং আমি এই ধারা চালিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি। ২০১৫ সালের অক্টোবর মাসে টি-টোয়েন্টিতে অভিষেক করেছিলেন রশিদ খান। এখন ৫০০ ম্যাচের মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছেন তিনি। বিশ্বব্যাপী বিভিন্ন লিগে বহুল চাহিদাসম্পন্ন একজন খেলোয়াড় হিসেবে পরিচিত রশিদ খান। আইপিএল ও পিএসএলে একটি করে শিরোপা জিতেছেন। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে দ্য হান্ড্রেড, সিপিএল এবং বিপিএলে খেলার সময় রশিদের ব্যাটিংয়েও উন্নতি লক্ষ্য করা গেছে। ২০১৮ সালের আইপিএলের প্লে-অফে অলরাউন্ড হিসেবে নিজের দক্ষতা দেখিয়েছিলেন রশিদ। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাত্র ১০ বলে ৩৪ রান করেন এবং বল হাতে ৩ উইকেট নেন। আর ফিল্ডিংয়ে ২টি ক্যাচ নিয়ে দলের জয় নিশ্চিত করেন রশিদ। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |