সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নতুন কমিটি
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:৪০ পিএম আপডেট: ০৬.০২.২০২৫ ১২:৪৬ পিএম

সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন

সভাপতি বাদিউল কবীর ও মহাসচিব নিজাম উদ্দিন

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের ১১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ বছর এই কমিটি দায়িত্ব পালন করবেন। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাডিউল কবির এবং মহাসচিব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজাম উদ্দিন আহমেদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ আয়োজিত ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে কমিটি ঘোষণা করা হয়।

নির্বাহী কমিটিতে মো. তৈহীদুর রহমান সিনিয়র সহ-সভাপতি; মোহাম্মদ শাহীন গোলাম রব্বানী, মো. মানজার হোসেন, মো. সোহরাব হোসেন, মো. নজরুল ইসলাম, মো. আব্দুল কাদের, জিল্লুর রহমান (রাশেদ) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাচিতদের মধ্যে রয়েছেন- মো. নুরুজ্জামাল সিনিয়র যুগ্ম মহাসচিব; মোহাম্মদ রুহুল আমিন, মো. আবুল কালাম আজাদ, মো. বাবুল আক্তার, মিজানুর রহমান (শিবলু), মো. সোহেল রানা যুগ্ম-মহাসচিব; মো. বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক; মো. জিয়াউর রহমান, আরিফুল ইসলাম, আবু বক্কর (সুমন), মো. ফিরোজ কবীর, মো. আলী রেজা, মোহাম্মদ রহমতুল্ল্যাহ বাবু, মো. সাহেব আলী সহ-সাংগঠনিক সম্পাদক।


মোহাম্মদ কামরুল আহসান অর্থ সম্পাদক; মো. মতিউর রহমান ও মো. নুরুল আলম সহ-অর্থ সম্পাদক; মো. আব্দুস সবুর দপ্তর সম্পাদক; মো. আশরাফুল ইসলাম ও মো. বায়জিদ হাসান সহ-দপ্তর সম্পাদক; সুমন মিজানুর রহমান প্রচার সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ১১৫ জন নির্বাচিত হয়েছেন।


সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীরের সভাপতিত্বে সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম কাউন্সিল উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নজরুল ইসলাম।



সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর বলেন, ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনে ভূমিকা রাখা নিহতদের শাহাদাতের পূর্ণ মর্যাদা কামনা করছি। আজ আমার স্বাধীন ভাবে মত প্রকাশ করতে পারছি। যা আগে পারিনি। গত দেড় দশক সকল স্তরের সকল পেশার কর্মচারীরা বৈষম্যের শিকার হয়েছে। দাবি আদায়ে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ২৪-এর আন্দোলনে সন্তান হারা মা-বাবাদের প্রতি সমবেদনা প্রকাশ করছি।

মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ বলেন, ২১ বছরে বাদিউল কবিরের মত সৎ লোক আর দেখিনি। আমি আপনাদের দাবি আদায়ে সঙ্গে আছি এবং থাকবো।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা গোলাম রব্বানী শাহীন বলেন, আমরা আমাদের অধিকার আদায়ে প্রাচীরের মত অবস্থান নিতে হবে। না হলে টেবিলে টেবিলে আমাদের ফাইল ঘুরতে থাকবে। এটা হতে দেওয়া যাবে না।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কর্মকর্তা কর্মচারীদের উজ্জীবিত করার জন্য আজকের এই আয়োজন। অনেক মন্ত্রণালয়ের কর্মচারীরা তাদের দাবি আদায় করে নিচ্ছে। আমাদের কর্মকর্তা-কর্মচারীদের অনৈক্যের কারণে দাবি আদায়ে কোনো আন্দোলন করছি না। কিভাবে দাবি আদায় করা যায় সে বিষয়ে আগে একমত হতে হবে। মহার্ঘ্য ভাতার কথা বলা হয়েছিল, কিন্তু সে বিষয়ে এখনও কোনো পদক্ষেপ নেয়া হয়নি।




ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com