দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের আরবান সেমিনার
নিজস্ব প্রতিবেদক:
|
![]() দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্টের আরবান সেমিনার বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত দিনব্যাপী সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম, এনডিসি, পিএসসি (অব.)। সেমিনারে তিনি বলেন, “সাম্প্রতিক বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোতে সংঘটিত অগ্নিকাণ্ড, ভূমিকম্প ও তীব্র তাপদাহে এটি স্পষ্ট যে নগরভিত্তিক দুর্যোগ প্রস্তুতি এবং ঝুঁকিহ্রাসকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার সময় এসেছে। ১ম আরবান সেমিনার ২০২৫ এর মাধ্যমে বিডিআরসিএস নগরভিত্তিক দুর্যোগ প্রস্তুতি ও সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। এই সেমিনার থেকে প্রাপ্ত মতামত ও নির্দেশনাগুলো রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের আসন্ন ৩৫তম আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে বিশ্ব ফোরামে নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে বৈশ্বিক অগ্রাধিকারের অংশ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করবে।” বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদারের সভপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষজ্ঞ পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ডক্টর জামিল আহমেদ, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব ড. কবির এম. আশরাফ আলম এনডিসি, উপ-মহাসচিব সুলতান আহমেদ, জার্মান রেড ক্রসের বাংলাদেশ প্রধান গৌরব রে, সুইস রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পল ড্রোজো এবং আইএফআরসি’র সিনিয়র ম্যানেজার মালিহা ফেরদৌস। সেমিনারে বক্তারা বলেন, বাংলাদেশের শহরগুলো দ্রুত নগরায়ণ, জনসংখ্যা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমানভাবে দুর্যোগের ঝুঁকির সম্মুখীন হচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বিডিআরসিএস, রেড ক্রস রেড ক্রিসেন্ট আন্দোলনের সদস্য রাষ্ট্রসহ অন্যান্য অংশীদারদের সহযোগিতায় নগরভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে বিডিআরসিএস এর পক্ষ থেকে একটি আরবান ডেস্ক প্রতিষ্ঠা এবং আরবান স্টিয়ারিং ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে, যা শহরভিত্তিক দুর্যোগের ঝুঁকি নিরসনে গৃহীত উদ্যোগগুলো পরিচালনার জন্য কাজ করছে। ১ম আরবান সেমিনার ২০২৫ এ আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বিভিন্ন বিভাগের পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সেমিনার আয়োজনে সহায়তা করেছে সুইস রেড ক্রস, জার্মান রেড ক্রস, ব্রিটিশ রেড ক্রস ও আমেরিকান রেড ক্রস। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |