হিমাগার ভাড়া বৃদ্ধিতে বিক্ষোভ, বিকালে মালিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ইউএনও
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
|
![]() হিমাগার ভাড়া বৃদ্ধিতে বিক্ষোভ, বিকালে মালিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে ইউএনও এর প্রেক্ষিতে ওই দিন বিকেলে ছাত্র- কৃষক ও হিমাগার মালিক প্রতিনিধিদের নিয়ে আলোচনা সভা করা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামিমা আক্তার জাহান । এ সময় ইউএনও হিমাগার মালিক পক্ষের প্রতিনিধিদের আলু রাখার ভাড়া বৃদ্ধি করতে নিষেধ করেন এবং বীজ আলু ও খাবার আলুর জন্য পৃথক চেম্বার/ ফ্লোরের ব্যবস্থা করতে বলেন। এ ছাড়াও ব্যবসায়ীদের এডভান্স বুকিং বাদ দিয়ে কৃষকদের আলু সংরক্ষণে অগ্রাধিকার দিতে তাগিদ প্রদান করেন। কৃষকদের কথা চিন্তা করে এমন উদ্যোগ নেওয়ার উপজেলা জুরে প্রশংসায় ভাসছেন ইউএনও শামিমা আক্তার জাহান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কৃষি অফিসার কৃষিবিদ অরুণ চন্দ্র রায়, উপজেলার হিমাগার মালিক প্রতিনিধি, কৃষক এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তানিম, মোস্তাক আহমেদ রাতুল, এহসান নাহিদ, শাহিনুর আলম প্রমুখ। ডেল্টা টাইমস/মো. মিজানুর রহমান/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |