৭ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ৭ ফেব্রুয়ারি : ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা >> উল্লেখযোগ্য ঘটনাবলি : ১৩৫৭ - ইরানের জনগণ ও সেনাবাহিনীর মধ্যে সংহতি সৃষ্টি হয়। ১৭৯২ - অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে। ১৮৫৬ - অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন। ১৮৬৫ - ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশ হয়। ১৯৭৪ - মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে। ১৯৯২ - অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সাক্ষর হয়। >> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল: ১৭০০ - ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশ। ১৮১২ - চার্লস ডিকেন্স, ইংরেজ ঔপন্যাসিক। ১৮৩৭ - অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি। ১৮৭০ - অস্ট্রীয় মনস্তত্ত্ববিদ আলফ্রেড অ্যাডলার। ১৮৭১ - আমাশা রোগের জীবাণু আবিষ্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশি। ১৮৮৫ - সিনক্লেয়ার লুইস, যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার। ১৮৭৭ - ব্রিটিশ গণিতবিদ গডফ্রি হ্যারল্ড হার্ডি। ১৯০৪ - চিত্রশিল্পী বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ১৯০৭ - বিধায়ক ভট্টাচার্য, ভারতের বাঙালি নাট্যকার সাহিত্যিক ও সাংবাদিক। ১৯৫৮ - ম্যাট রিডলি, ইংরেজ বিজ্ঞান লেখক। ১৯৭৮ - অ্যাশ্টন কুচার, মার্কিন অভিনেতা। ১৯৯২ - তাইজুল ইসলাম, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি স্পিনার। ২০০১ - মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাটজ। >> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে: ১৮৯৪ - বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স। ১৯১১ - হ্যারি গ্রাহাম, মেলবোর্নে জন্মগ্রহণকারী অস্ট্রেলীয় ক্রিকেটার। ১৯৭৯ - সাহিত্যিক কমলকুমার মজুমদার। ১৯৮২ - অনিল মুখার্জি, বাংলাদেশি লেখক ও রাজনীতিবিদ। ১৯৮৪ - জানকী অম্মল, প্রখ্যাত ভারতীয় উদ্ভিদবিজ্ঞানী। ১৯৯২ - রাধারমণ মিত্র, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়া বাঙালি সাহিত্যিক। ১৯৯৯- হুসাইন বিন তালাল, জর্ডানের তৃতীয় বাদশাহ। ২০০১ - জেরল্ড ক্যাট্জ, মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক। ২০০৫ - নারায়ণ সান্যাল, বাঙালি সাহিত্যিক। ২০১৫ - রিচার্ড অস্টিন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। ২০২১ - শান্তিনিকেতনের চিনা ভাষাবিদ অধ্যাপক অমিতেন্দ্রনাথ ঠাকুর। ২০২৪ - ভবানীপ্রসাদ মজুমদার, ভারতীয় বাঙালি কবি ও ছড়াকার। ডেল্টা টাইমস/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |