বসন্ত-ভালোবাসার মেলবন্ধনে সারার রঙিন আয়োজন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বসন্ত-ভালোবাসার মেলবন্ধনে সারার রঙিন আয়োজন সারার এবারের ফাল্গুনের আয়োজনে সব ধরনের পোশাকেই রয়েছে বসন্তের ছোঁয়া। রঙিন ফ্লোরাল মোটিফে বাসন্তী, হলুদ, বাদামি হলুদ, ম্যাজেন্ডা, বেবি পিঙ্ক রঙের সব কালেকশনে ট্রেন্ডি প্যাটার্ন আর সময় ও পরিবেশ উপযোগী কাপড়ের ধরন এবার সারা’র বসন্ত-ভালোবাসার উৎসবের আয়োজন রাঙাবে। ভালোবাসা দিবসকে ঘিরেও আছে ‘সারা’র বিশেষ আয়োজন। এই আয়োজনে ভ্যালেন্টাইন স্পেশাল কাপল টি-শার্টের পাশাপাশি ছেলে ও মেয়েদের জন্য রয়েছে ভিন্ন ভিন্ন কালেকশন। ভালোবাসা দিবসের কালেকশনে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, টি-শার্ট। আর মেয়েদের জন্য ভ্যালেন্টাইনস কালেকশনে থাকছে থ্রি পিস, কুর্তি, ফ্যাশন টপস ও ক্যাজুয়াল শার্ট ইত্যাদি। সারা লাইফস্টাইলের বসন্ত আয়োজনে মেয়েদের কালেকশনে থাকছে কুর্তি, থ্রি পিস, ফ্যাশন টপস, শাড়ি। আর ছেলেদের কালেকশনে রয়েছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, পোলো ও টি-শার্টসহ বিভিন্ন আয়োজন। এছাড়া ‘সারা’র কিডস কালেকশনে মেয়েদের জন্য থাকছে ফ্রক, টপস, কুর্তি, থ্রি পিস। আর কিডস কালেকশনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, টি-শার্ট, শার্ট, প্যান্ট। ‘সারা’ লাইফস্টাইলের এবারের ফাল্গুন ও ভ্যালেন্টাইনস কালেকশনের এসব পোশাকের ডিজাইনে প্রাধান্য দেওয়া হয়েছে রঙিন কাপড়ের সঙ্গে ফ্লোরাল প্রিন্টের। এ ছাড়াও আরামদায়ক কাপড়ের পাশাপাশি পোশাকের গুণগত মানের দিকে বরাবরের মতোই প্রাধান্য দিয়েছে সারা লাইফস্টাইল’। উল্লেখ্য, দেশের অন্যতম পরিবেশ বান্ধবপোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান স্নোটেক্স গ্রুপের সিস্টার কনসার্ন হিসেবে ২০১৮ সালে পথ চলা শুরু করে সারা লাইফ স্টাইল লিমিটেড। ইতোমধ্যে মানসম্পন্ন ও রুচিশীল পোশাক সরবরাহ করে লাখ লাখ ক্রেতার কাছে প্রিয় ব্যান্ডের জায়গা দখল করেছে সারা। ডেল্টা টাইমস্/ এমকে
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |