সবকিছুতে আল্লাহকে যথেষ্ট মনে করার দোয়া
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সবকিছুতে আল্লাহকে যথেষ্ট মনে করার দোয়া حَسْبِيَ اللهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّـلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ উচ্চারণ : হাসবি-ইয়াল্লাহু লা-ইলাহা, ইল্লাহু, আলাইহি-তাওয়াক্কালতু, ওয়া-হুয়া-রাব্বুল-আরশির আজিম। অর্থ: আল্লাহই আমার জন্যে যথেষ্ট, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তাঁর উপরেই আমি ভরসা করি, আর তিনি মহান আরশের অধিপতি। (সূরা তাওবা, আয়াত: ১২৯, সুনানে আবু দাউদ, হাদিস: ৫০৮১) হজরত ওমর ইবনুল খাত্তাব (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূল সা.-কে বলতে শুনেছি, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা কর, তাহলে তিনি তোমাদেরকে এমনভাবে রিজিক দান করবেন, যেভাবে পাখিদের দিয়ে থাকেন। তারা ভোরে খালি পেটে বের হয়ে যায় এবং দিনের শেষে ভরা পেটে ফিরে আসে’ (তিরমিজি, ইবনে মাজা, মিশকাত, হাদিস : ৫০৬৯)। এক হাদিসে আসছে, একজন সাহাবি নবিজি (সা.)-কে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল (সা.) আমি কি উট বেঁধে আল্লাহর ওপর ভরসা করব? নাকি উট ছেড়ে দিয়েই আল্লাহর ওপর ভরসা করে রেখে যাব? উত্তরে নবিজি (সা.) বললেন, আগে উট বাঁধ তারপর আল্লাহর ওপর ভরসা কর, যাতে কোনো দুর্ঘটনার কারণে উট হারিয়ে না যায় (সুনানে তিরমিজি হাদিস : ২৫১৭)। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |