ওয়াশিংটন ডিসিতে মির্জা ফখরুল
হাসিনা পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ১১:৩৭ এএম আপডেট: ০৮.০২.২০২৫ ১১:৪৯ এএম

হাসিনা পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন

হাসিনা পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের চাপে শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে নতুন চক্রান্ত শুরু করেছেন।  শুক্রবার (৭ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বিএনপির এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব দাবি  করেন, কদিন আগে শেখ হাসিনা দিল্লি থেকে টেলিফোনে বক্তব্য দিয়ে জুলাই-আগস্টের বিপ্লব ও আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা আন্দোলনকেও অবমাননার শামিল।


তিনি আরও দাবি করেন, গত ১৫ বছরে বিএনপির প্রায় ৬০ লাখ নেতা-কর্মী ও সমর্থকের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, ২০ হাজার নেতা-কর্মীকে হত্যা এবং ৫০০ জনকে গুম করা হয়েছে। এত নির্যাতনের পরও বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অবিচল রয়েছে।
তিনি বলেন, "বর্তমান সংকট থেকে উত্তরণের জন্য দ্রুত স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার। সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকারের প্রতিনিধিত্বমূলক সরকার গঠন করা এখন সময়ের দাবি। এতে বাংলাদেশ প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে।"

ওয়াশিংটন ডিসি বিএনপির উদ্যোগে ভার্জিনিয়ার আলেক্সান্দ্রিয়ায় রয়েল প্যালেস কাবাব পার্টি হলে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল। সভা পরিচালনা করেন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, ভার্জিনিয়া স্টেট বিএনপির সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ ও ম্যারিল্যান্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাজল।

অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট ছিলেন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহায়েল, ম্যারিল্যান্ড বিএনপির সভাপতি শহিদুর রহমান খান চৌধুরী ও ভার্জিনিয়া বিএনপির সভাপতি জহির খান। ভার্জিনিয়া স্টেট বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জাকির আলম জসিম পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত নেতাকর্মীরা বলেন, শত প্রতিকূলতা, জুলুম-নির্যাতনের মধ্যেও টানা ১৫ বছর ধরে তিনি স্বৈরাচারবিরোধী আন্দোলনে দৃঢ় নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

আয়োজকরা জানান, স্বল্প সময়ের নোটিশেও বিপুল সাড়া দেওয়ায় তারা সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com