শাহজালাল বিমানবন্দরে
চার্জার লাইটে লুকিয়ে আনা দুই কেজি স্বর্ণসহ আটক ১
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৪:৪৪ পিএম আপডেট: ০৮.০২.২০২৫ ৪:৪৯ পিএম

চার্জার লাইটে লুকিয়ে আনা দুই কেজি স্বর্ণসহ আটক ১

চার্জার লাইটে লুকিয়ে আনা দুই কেজি স্বর্ণসহ আটক ১

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতরে করে আনা ২ কেজি ১০০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। শনিবার (০৮ ফেব্রুয়ারি) সকাল ৮ টায় কুয়েত থাকা আসা যাত্রী সজিবের কাছ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।


ঢাকা কাস্টমস হাউজের কমিশনার জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।


ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা জানান, ‘ডি শিফট’ এর ডিউটি চলাকালে কুয়েত থেকে আসা কুয়েত এয়ারওয়েজের ফ্লাইট জে ৯৫৩৩ যোগে বিমান বন্দরে অবতরণ করেন যাত্রী সজিব হোসেন। এ সময় তার গতিবিধি কাস্টম কর্মকর্তার নিকট সন্দেহজনক মনে হলে বেল্ট থেকে যাত্রীকে নজরদারি করা হয়। যাত্রী ব্যাগেজ নিয়ে গ্রিন চ্যানেলে আসলে তার সব ব্যাগ স্ক্যানিং করা হয়। যাত্রীর একটি ব্যাগের মধ্যে দুটি চার্জার লাইটয়ের ব্যাটারি স্ক্যানিং এ অস্বাভাবিক মনে হওয়ায় একাধিকবার স্ক্যানিং করে সেখানে বিশেষ কায়দায় লুকানো স্বর্ণের অস্তিত্ব পরিলক্ষিত হয়।

পরবর্তী সময়ে ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে দুটি চার্জার লাইট ভেঙে আটটি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের পরিমাণ ২ কেজি ১০০ গ্রাম।


এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান কর্মকর্তারা।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com