সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ মারা গেছেন
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সাবেক প্রধান নির্বাচন কমিশনার আব্দুর রউফ মারা গেছেন রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে তিনি ইন্তেকাল করেন। আজ ৯ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এ তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়াদুদ চৌধুরী। সারোয়ার ওয়াদুদ চৌধুরী জানান, গতকাল বিকাল পাঁচটায় ইউনাইটেড হাসপাতালে আবদুর রউফ স্যারের হার্টে অপারেশন করা হয়েছে। কিন্তু হার্ট রেট কম থাকায় হার্টে পেসমেকার বসানো হয়েছে। কিন্তু তিনি আর আমাদের মাঝে ফিরলেন না। প্রসঙ্গত, বিচারপতি মোহাম্মদ আবদুর রউফ ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বর্তমানে দুর্নীতিবিরোধী জাতীয় সমন্বয়ক কমিটির চেয়ারম্যান এবং জাতীয় শিশু সংগঠন ফুলকুড়ির সভাপতি ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কো. লি. এবং প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের শরীয়াহ বিষয়ক উপদেষ্টা। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |