আরএফইডি’র সভাপতি জেবেল, সম্পাদক রাব্বানী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() আরএফইডি’র সভাপতি জেবেল, সম্পাদক রাব্বানী রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ১৩টি পদে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। অন্য পদগুলোর মধ্যে- সহ-সভাপতি পদে আ ন ম মুহিবুব উজ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মো.আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক পদে মাসুদ রায়হান পলাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়), সাংগঠনিক সম্পাদক নিয়ামুল আজিজ সাদেক, দফতর সম্পাদক পদে মো.আল-আমিন (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এম এম লিংকন। এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ফারজানা আক্তার, নাজনীন আক্তার লাকী, মুহাম্মদ সাইফুল্লাহ, হেদায়েত উল্যাহ সীমান্ত, জাহিদুল ইসলাম। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কাজী হাফিজ। জ্যেষ্ঠ নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সাইদুর রহমান। এদিকে ভোট শুরুর আগে নির্বাচন কমিশন ভবনের লেক চত্ত্বরে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় আরএফইডির প্রয়াত সদস্য সাংবাদিক হোসাইন জাকির নামে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। নির্বাচন ও গণতন্ত্র বিষয়ে টেলিভিশন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন মাহমুদুল হাসান পারভেজ, প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে সাইদুর রহমান, অনলাইন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন মো. মেহেদী হাসান হাসিব। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বিজয়ীদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। এ সময় নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ, নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ও ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |