বাজারে তেলের সংকট কৃত্রিম, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৮:৫৮ পিএম

বাজারে তেলের সংকট কৃত্রিম, সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল
বাজারে সয়াবিন তেলের যোগান বেশ কমেছে। ক্রেতাদের অনেকেই চাহিদা অনুযায়ী তেল কিনতে পারছেন না। তবে, স্থানীয় বাজারে ভোজ্যতেলের কোন ঘাটতি নেই। এটি একটি কৃত্রিম সংকট, যা প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্টি হয়েছে।

রোববার (০৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনে আসন্ন পবিত্র রমজানে ভোজ্যতেলের বাজারে সরবরাহ পরিস্থিতি নিয়ে একটি বিশেষ সভায় এসব বিষয় তুলে ধরা হয়। সভায় কমিশনের চেয়ারম্যান (সচিব) ড. মইনুল খান সভাপতিত্ব করেন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) আবদুর রহিম খান আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে অংশ নেন দেশের শীর্ষ ভোজ্যতেল উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় জানানো হয়, বর্তমানে বাজারে বোতলজাতকৃত সয়াবিন তেলের ঘাটতি রয়েছে কিনা তা নিয়ে আলোচনা হয়েছে। উৎপাদকরা জানান, পূর্বের বছরের তুলনায় তারা সাম্প্রতিক মাসগুলোতে সরবরাহ বৃদ্ধি করেছেন।

সিটি গ্রুপের প্রতিনিধি অমিতাব চক্রবর্তী জানান, জানুয়ারি ২০২৫ এ তারা প্রায় ৫০ হাজার ৭০০ মেট্রিক টন তেল সরবরাহ করেছেন, এর মধ্যে ২২,২৪২ টন বোতলজাত। অন্যদিকে, মেঘনা গ্রুপ জানায়, জানুয়ারিতে তারা ৪৭,৬৬৮ টন তেল সরবরাহ করেছেন, যার মধ্যে ১৫ হাজার টন বোতলজাত।

টিকে গ্রুপ জানায়, জানুয়ারিতে তারা ১১,৮১০ মেট্রিক টন বোতলজাত সয়াবিন তেল সরবরাহ করেছে, যা গত বছরের একই সময়ে ছিল ৯,৫০০ মেট্রিক টন।

এছাড়া, জানুয়ারি ২০২৫ মাসে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ প্রায় ২৫% বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা জানান, রমজান উপলক্ষে বেশ কিছু তেল ভর্তি জাহাজ চট্টগ্রামের বন্দরে নোঙর করার অপেক্ষায় আছে, যা শীঘ্রই সরবরাহে যুক্ত হবে।

এছাড়া, ব্যবসায়ীরা সতর্ক করেন যে, কিছু ব্যক্তি অতিরিক্ত মজুদ করে অথবা বেশি লাভের আশায় তেল বিক্রি করতে পারে। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম স্থিতিশীল থাকলেও, পার্শ্ববর্তী দেশে মূল্য বেশি হওয়ায় অনানুষ্ঠানিক বাণিজ্যের আশঙ্কা করা হয়।

সভায় যেসব সিদ্ধান্ত গৃহীত হয়:

১. স্থানীয় বাজারে ভোজ্যতেলের কোন ঘাটতি নেই, এটি কৃত্রিম এবং প্রকৃত তথ্যের ঘাটতি থেকে সৃষ্টি হয়েছে। বর্তমানে ভোজ্যতেলের সরবরাহ পর্যাপ্ত রয়েছে এবং আমদানি বাড়ানো হয়েছে।

২. যেসব পণ্য ক্রয়ের শর্তে ভোজ্যতেল বাজারজাত করা হয়, তা আইনগতভাবে সাংঘর্ষিক।

৩. সীমান্ত সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও সংস্থাগুলো অনানুষ্ঠানিক বাণিজ্য প্রতিরোধে আইনানুগ ব্যবস্থা নেবে।

৪. উৎপাদকরা তাদের পরিবেশকদের মাধ্যমে ভোজ্যতেল সরবরাহের নিরবচ্ছিন্ন প্রাপ্তির জন্য তদারকি করবেন।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com