দেশের বাইরেও ডেটে যান কুসুম শিকদার!
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() দেশের বাইরেও ডেটে যান কুসুম শিকদার! এর মধ্যেই 'শরতের জবা' সিনেমা প্রযোজনা করেছেন কুসুম শিকদার। তার প্রযোজিত ও অভিনীত সিনেমাটি মুক্তি পেয়েছে। প্রযোজনায় মন দিয়ে করার চেষ্টা করছেন অভিনেত্রী। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, কোনো একটি ইভেন্টে উপস্থিত ছিলেন কুসুম শিকদার। সেখানেই ভালোবাসা দিবস সামনে রেখে তার নতুন কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে অভিনেত্রী বলেন, ১৪ ফেব্রুয়ারি নিয়ে সত্যি এখনো কোনো প্ল্যান নেই। প্রেমের জন্য ডেট করতে যান কিনা— এমন প্রশ্নের জবাবে মজার ছলেই অভিনেত্রী বলেন, হ্যাঁ যাই। দেশে ও দেশের বাইরে সব জায়গায়ই যাই। প্রেম-বিয়ে সামনে এনে আলোচনায় আসতে চান না কুসুম শিকদার। বরাবরের মতো বিষয়টি এড়িয়ে গেলেও অভিনেত্রী বলেন, শিল্পীদের মনে প্রেম থাকতেই হয়। প্রেম না থাকলে ক্রিয়েটিভিটি আসে না সত্যি। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |