অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন
নতুন বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা ধরে রাখতে হবে
নিজস্ব প্রতিবেদক:
|
![]() নতুন বাংলাদেশ গঠনে নারীদের ভূমিকা ধরে রাখতে হবে বুধবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে 'অদম্য নারী পুরস্কার ২০২৪' অনুষ্ঠানে ঢাকা বিভাগের অদম্য নারীদের সংবর্ধনা দেওয়া হয়। প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা শারমীন এস মুরশিদ এসব কথা বলেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ আরও বলেন, বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রেখেছেন হাজার হাজার নারীশক্তি। এছাড়াও, কৃষিক্ষেত্রে নারীর অবদান অপরিসীম। খাদ্য উৎপাদন থেকে শুরু করে তা টেবিলে পৌঁছে দেওয়া পর্যন্ত নারীরা নিরলস পরিশ্রম করেন। কিন্তু তাদের এই অবদান আমরা সহজেই ভুলে যাই। তিনি বলেন, "কালক্রমে নারীদের অর্জনকে অবজ্ঞা করার ফলে তারা ইতিহাস থেকে হারিয়ে যায়। প্রতিটি নারীর জীবনেই একটি সংগ্রাম থাকে, এবং সেই সংগ্রাম অতিক্রম করে তারা যে অর্জন করে, তা সমাজের জন্য অনুকরণীয়।" অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান এবং ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) রাজা মুহম্মদ আব্দুল হাই। অনুষ্ঠানে পাঁচজন শ্রেষ্ঠ অদম্য নারীকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন: ১. অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী: স্বপ্না রাণী ঘোষ (রাজবাড়ী) ২. শিক্ষা ও চাকরিতে সাফল্য অর্জনকারী নারী: মাসুদা আক্তার (নারায়ণগঞ্জ) ৩. সফল জননী: সেলিনা মজিদ (কিশোরগঞ্জ) ৪. নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন শুরুকারী নারী: লিপি বেগম (ফরিদপুর) ৫. সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী নারী: সামর্তবান (ফরিদপুর) পুরস্কারপ্রাপ্ত নারীরা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন, তারা নিজেদের ক্ষুদ্র ব্যবসাকে বড় করে গড়ে তুলতে চান, যাতে সমাজের অবহেলিত ও নির্যাতিত নারীরা সম্মানের সাথে জীবিকা নির্বাহ করতে পারেন। উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, "আজ যারা অদম্য নারী পুরস্কারে ভূষিত হয়েছেন, তারা শুধু পুরস্কার পেলেন না, তারা সমাজের জন্য এক উজ্জ্বল নক্ষত্র। তাদের সংগ্রাম ও সাফল্য আমাদের অনুপ্রেরণা দেয়।" তিনি আরও যোগ করেন, "নারীরা যেন আর ইতিহাস থেকে হারিয়ে না যান, সেদিকে আমাদের সচেতন হতে হবে। তাদের অর্জনকে সম্মান জানাতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে হবে।" অনুষ্ঠানের শেষে উপদেষ্টা পুরস্কারপ্রাপ্ত নারীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। এই আয়োজন নারীদের অদম্য সাহস ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানানোর একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |