ট্রাইব্যুনালে কখন কার রায় হবে সে বিষয়ে কারও মন্তব্য সমীচীন নয়
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ট্রাইব্যুনালে কখন কার রায় হবে সে বিষয়ে কারও মন্তব্য সমীচীন নয় আদালত বলেছেন, ট্রাইব্যুনাল স্বাধীন। এখানে কখন, কার রায় হবে সে বিষয়ে কারো মন্তব্য করা সমীচীন নয়। বুধবার (১২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে এক আসামির তদন্ত প্রতিবেদন দাখিল সংক্রান্ত শুনানির সময় এমন উষ্মা প্রকাশ করেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদার। এর আগে গত মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের বিচারকাজের অগ্রগতি তুলে ধরার এক পর্যায়ে বলেন, ট্রাইব্যুনালে ৩০০টির বেশি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রসিকিউশন যাচাই-বাছাই করে আনুষ্ঠানিকভাবে ১৬টি মামলা করেছে। এর মধ্যে চারটি মামলার তদন্ত চলতি মাসের মধ্যে শেষ হবে বলে তারা মনে করছেন। আইন উপদেষ্টা আরও বলেন, তদন্ত শেষে অভিযোগ গঠনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচারকাজ শুরু হবে। সাক্ষ্য গ্রহণের প্রক্রিয়া শুরু হবে ঈদের পর এপ্রিল মাসে। এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে দেওয়া যাবে। এই হিসেবে অক্টোবরের মধ্যে আমরা তিন- চারটি মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি। এদিকে গুমের মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানকে বুধবার (১২ ফেব্রুয়ারি) ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে প্রসিকিউশন পক্ষে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য সময়ের আর্জি জানান প্রসিকিউটর গাজী মোনাওয়ার হোসাইন তামিম। ট্রাইব্যুনালের চেয়ারম্যান এ সময় তার কাছে তদন্তের অগ্রগতি জানতে চান। প্রসিকিউটর বলেন, তদন্ত প্রতিবেদন এখনো প্রস্তুত হয়নি। দুই মাস সময়ের আর্জি জানান তিনি। ট্রাইব্যুনাল এ সময় প্রসিকিউটরের উদ্দেশে বলেন, তদন্ত শেষ হয়নি। প্রতিবেদন আসেনি। অথচ অক্টোবরের মধ্যে রায় হবে বলা হচ্ছে। এখানে কখন কার রায় হবে সে বিষয়ে বাইরে মন্তব্য করা সমীচীন হবে না। আদালত বলেন, ট্রাইব্যুনাল স্বাধীন। রায়ের কথা বলে ট্রাইব্যুনালকে আন্ডারমাইন করা হচ্ছে। প্রসিকিউটরের উদ্দেশে ট্রাইব্যুনাল আরও বলেন, কনসার্ন অথরিটিকে বলবেন, এ ধরনের বক্তব্য আমরা ভালোভাবে নিচ্ছি না। শুনানি শেষে জিয়াউল আহসানের বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২০ এপ্রিল দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এ বিষয়ে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের বলেন, শুনানিকালে জুলাই-আগস্টের গণহত্যার রায় হওয়া নিয়ে ট্রাইব্যুনাল কিছু মন্তব্য করেছেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |