বিশ্বকাপ দেখতে সৌদি আরবে যেতে পারবেন সমকামীরা, নিষিদ্ধ থাকবে মদ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() বিশ্বকাপ দেখতে সৌদি আরবে যেতে পারবেন সমকামীরা, নিষিদ্ধ থাকবে মদ বিশ্বকাপ চলাকালীন সৌদি আরবের কোথাও মদ বিক্রি করা হবে না, এমনকি হোটেলেও না। আয়োজকদের এমন সিদ্ধান্তকে ফুটবল ভক্তরা সম্মান জানাবে বলে আশাবাদী প্রিন্স খালিদ। এলবিসিকে প্রিন্স খালিদ বলেছেন, ‘এ মুহূর্তে অ্যালকোহল নিষিদ্ধ। অ্যালকোহল ছাড়া অনেকভাবেই মজা করা যায়। এটা শতভাগ প্রয়োজনীয় নয়, আপনি পান করতে চাইলে সেটা দেশ ছাড়ার পর। কিন্তু এ মুহূর্তে অ্যালকোহলের অনুমোদন নেই। অনেকটাই আমাদের দেশের আবহাওয়ার মতো, শুকনা খটখটে (dry)।’ সবার নিজস্ব সংস্কৃতির প্রতি সৌদির সম্মান আছে জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘সবারই নিজস্ব সংস্কৃতি আছে। আমরা নিজেদের সাংস্কৃতিক গণ্ডির মধ্যে থেকে সবাইকে স্বাগত জানাতে চাই। কারও জন্য আমরা নিজেদের সংস্কৃতি পাল্টাতে চাই না।’ তবে সমকামী দর্শকেরা সেখানে নিরাপদে বিশ্বকাপের খেলা দেখতে পারবেন বলে জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। তিনি বলেছেন, ‘সৌদিতে আমরা সবাইকে বরণ করে নেব। এটা সৌদির আসর নয়, এটা বৈশ্বিক আসর। বৃহত্তর দৃষ্টিকোণ থেকে আমরা সবাইকে বরণ করে নেব, যারা আসতে চান।’ ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |