এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() এক বছরেও ডিপিএলের পারিশ্রমিক পাননি মুনিম ডিপিএলের ২০২৩-২৪ মৌসুমে পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলেছিলেন মুনিম। আসর শেষ হয়েছে প্রায় বছর খানেক হয়ে গেছে। কিন্তু এখনো চুক্তির পুরো টাকা পাননি তিনি। এমনকি এতদিন পরিশোধ করার প্রতিশ্রুতি দিয়ে আসলেও এখন ক্লাব কতৃপক্ষের কাছ থেকে সেই আশ্বাসটুকুও পাচ্ছেন না, এমনটাই দাবি করেছেন এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মুনিম লেখেন, 'প্রাথমিকভাবে (চুক্তির আগে) পারটেক্স স্পোর্টিং ক্লাবের প্রতিনিধি সাজ্জাদ সাহেব এবং তার ছেলে জারিফের সঙ্গে আমার কথা হয়। সিজন শেষ হবার পূর্বেই আমার পারিশ্রমিক পরিশোধের বিষয়ে তারা প্রতিশ্রুতি দেন।' 'খেলা চলাকালীন সময়ে ক্লাব কর্তৃপক্ষ পারিশ্রমিকের ৫০% পরিশোধ করে। সিজন শেষ হওয়ার পূর্বেই তাদের শতভাগ পারিশ্রমিক পরিশোধের কথা ছিল। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে প্রায় এক বছর হতে চললো; অথচ ক্লাব কর্তৃপক্ষ আমার বাকি ৫০% পারিশ্রমিক পরিশোধ করেনি।'-যোগ করেন তিনি। একাধিকবার প্রতিশ্রতি দিলেও তা ভঙ্গ করেছে ক্লাব কতৃপক্ষ। মুনিম বলেন, 'গত এক বছরে ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে সাজ্জাদ সাহেব আমাকে ১০ থেকে ১২ টি তারিখ দিয়েছেন অথচ টাকা পরিশোধ করেনি।' ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |