প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের শাহবাগে সমাবেশ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() শাহবাগে সমাবেশ করছেন হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা। ছবি সংগৃহীত সরেজমিনে দেখা যায়, সকাল সাড়ে নয়টার দিকে জাতীয় জাদুঘরের সামনে তাদের সমাবেশ শুরু হয়, যা এখনো চলছে। সকাল থেকে প্রার্থীরা সমাবেশে দ্রুত নিয়োগের দাবিতে জড়ো হতে শুরু করেন। মহাবেশে উপস্থিত হওয়া ফয়সাল আহমেদ বলেন, এখন আমাদের মহাসমাবেশ চলছে। দুপুর ১২টা পর্যন্ত আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরপর সম্মিলিতভাবে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। লক্ষ্মীপুর থেকে আসা রাশেদ শাহরিয়ার বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি আদালত আমাদের নিয়োগ বাতিল করেন। বাতিলের পর আমরা অনেকগুলো আন্দোলন ও সমাবেশ করেছি। কিন্তু সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের কাছে আসেনি। আমরা এখানে কয়েকদিন ধরে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি। তবুও সরকারের কোনো কর্তৃপক্ষ আমাদের আশ্বস্ত করেনি যে, আমাদের নিয়োগ পুনর্বহাল করা হবে। এমনকি আদালতের রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিল করেনি। তাই আমরা আজকে এখানো এই সমাবেশ করছি।’ সামিয়া ইয়াসমিন বলেন, নিরাপদে বাসায় ফেরা ও আমাদের সঙ্গে হওয়া অন্যায়ের বিচারসহ চার দফা দাবিতে আমরা মহাসমাবেশ করছি। পরবর্তী কর্মসূচি এখান থেকে ঘোষণা করা হবে। মাদারীপুর থেকে আসা কবিতা আক্তার বলেন, আজ আমরা ১১তম দিনের মতো এখানে অবস্থান করছি। আমাদের লাগাতার অবস্থান কর্মসূচি চলছে। আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্য আজ মহাসমাবেশের ডাক দিয়েছি। এখান থেকে সরকারকে বলতেন চাই, অন্যায়ভাবে আমাদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |