আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরো ১ জনের মৃত্যু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ২:৫১ পিএম

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরো ১ জনের মৃত্যু

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আরো ১ জনের মৃত্যু

সাভারের আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে সুমন রহমান (৩৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ২৫ মিনিটের দিকে সুমনের বোন শিউলি আক্তার মারা যান।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, সুমনের শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল। গতকাল রাতে ৯৫ শতাংশ দগ্ধ নিয়ে মারা যায় সুমনের বোন শিউলী আক্তার। এই ঘটনায় আরো ৯ জন ভর্তি আছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা আশংকাজনক। 

গত শুক্রবার রাতে গুমাইল এলাকায় আমজাদ বেপারীর বাড়ির দ্বিতীয় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিউলি আক্তার ও সুমন মিয়া ছাড়াও মোছা. সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭), সোয়ায়েদ (৪) ও মোছা. সুরাহা (৩) দগ্ধ হয়।পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 


প্রত্যক্ষদর্শীরা জানায়, গোমাইল এলাকার আমজাদ বেপারীর মালিকানাধীন দোতলা ভবনের দ্বিতীয় তলায় সুমন নামের এক ব্যক্তি দুই সন্তান নিয়ে বসবাস করেন। রাতে তার ভাই সোহেলের পরিবার বেড়াতে আসে সেখানে। সোহেল অন্য স্থানে ভাড়া থাকতেন।

শবেবরাত উপলক্ষে পিঠা বানানোর সময় এ বিস্ফোরণ  ঘটে। এ সময় তাদের পরিবারের শিশু, নারীসহ মোট ১১ জন দগ্ধ হয়।  

দগ্ধ সোহেল রানা বলেন, শবেবরাত উপলক্ষে আমার ভাই সুমনের বাসায় পরিবার নিয়ে বেড়াতে গিয়েছিলাম। সেখানে পিঠা বানানোর সময় হঠাৎ ঘরে আগুন ধরে যায়। সেই আগুনে আমাদের পরিবারের সবাই দগ্ধ হয়। দগ্ধদের ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।




ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com