আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৫:১৪ পিএম

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশের জলকামান

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা শাহবাগে মহাসমাবেশ শেষে সচিবালয়ের পাশের সড়ক অবরোধ করেছে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করেছে পুলিশ।

আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে তারা শাহবাগ থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে সড়ক অবরোধ করে।
পরে পুলিশ সড়ক ছাড়তে বললেও তাতে রাজি হয়নি আন্দোলনকারীরা। এ সময় তাদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করতে দেখা গেছে।

এর আগে, সকালে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ শুরু করে আন্দোলনকারীরা।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন চলাকালে সন্ধ্যার আগে নিয়োগপ্রত্যাশীরা ঘোষণা দেন বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি ‘জাস্টিস ফর টিচার’, ‘লং মার্চ টু ঢাকা’ শুরু হবে।
৬ হাজার ৫৩১ জনের যোগদান নিশ্চিত করতে এই কর্মসূচি ঘোষণা করা হয়।

এর আগে, ১০ ফেব্রুয়ারি পুলিশের জলকামান নিক্ষেপের পর মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিবের সঙ্গে চাকরিপ্রার্থীরা বৈঠক করেন। সরকারের পক্ষ থেকে তাদের নিয়োগের ব্যবস্থা নিতে আদালতে আপিল করা হয়। তাদের কাউকে নিয়োগ থেকে বাদ দেয়া হবে না জানানো হলেও উচ্চ আদালতের আদেশ প্রত্যাহার না-হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com