আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫: ৩ দেশি-বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান মনোনীত
নিজস্ব প্রতিবেদক:
|
![]() প্রতীকী ছবি রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশে বিশেষ ভূমিকা রাখায় আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন ভাষাবিজ্ঞানী ও ভাষা গবেষক অধ্যাপক আবুল মনসুর মুহম্মদ আবু মুসা। আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক-২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন Joseph David Winter, যিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও জীবনানন্দ দাশের রচনাবলি অনুবাদ, বাংলা ভাষার আন্তর্জাতিকীকরণ এবং প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া, বাংলাদেশ দূতাবাস, প্যারিসও মহান ভাষা আন্দোলনের ইতিহাসকে কেন্দ্র করে ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি প্রদানে নেতৃস্থানীয় ভূমিকা পালন করেছে। মাতৃভাষার চর্চা, সংরক্ষণ, বিকাশ ও গবেষণায় অসামান্য কৃতিত্বের জন্য দেশি ও বিদেশি ব্যক্তিত্ব, প্রতিষ্ঠান এবং সংস্থাকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদক’ ও ‘আন্তর্জাতিক মাতৃভাষা আন্তর্জাতিক পদক’ প্রদান করা হবে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক এসব পদক প্রদান করা হয়, যার মধ্যে রয়েছে ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা অথবা সমমূল্যের ডলার। ১৯৫২ সালের ভাষাআন্দোলনের শহীদদের অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা প্রদান করা হয়। এ বছর বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতির ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ২১শে ফেব্রুয়ারি দুপুর তিনটায় ইউনেস্কো আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে শুভেচ্ছাবার্তা প্রদান করবেন। ডেল্টাি টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |