সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের দাবি বাস্তবায়নে অর্থ সচিবের ইতিবাচক আশ্বাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৫৭ পিএম

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের দাবি বাস্তবায়নে অর্থ সচিবের ইতিবাচক আশ্বাস

সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের দাবি বাস্তবায়নে অর্থ সচিবের ইতিবাচক আশ্বাস

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের নেতারা অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদারের সঙ্গে দাবি বাস্তবায়ন ও অগ্রগতি নিয়ে বৈঠক করেছেন। 

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে অর্থ সচিবের দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিষদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে অর্থ সচিব ইতিবাচক আশ্বাস দিয়েছেন।  

পরিষদের সভাপতি মো. বাদিউল কবীর ও মহাসচিব মো. নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে অর্থ সচিবের কাছে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো :
নতুন পে-কমিশন গঠনসহ কর্মচারীদের জন্য অবিলম্বে মূল বেতনের ৫০% মহার্ঘভাতা কার্যকর করা এবং প্রস্তাবিত মহার্ঘভাতার পরিবর্তে মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করে বেতনের সঙ্গে পাঁচটি ইনক্রিমেন্ট প্রদান। 

অন্যান্য সরকারি বেসামরিক সংস্থার মতো সচিবালয় কর্মচারীদের জন্য রেশন সুবিধা চালু করা এবং দুদকের আদলে ৩০% হারে সচিবালয় ভাতা বাস্তবায়ন। 

২০১৫ সালের পে-কমিশনের সুপারিশ অনুযায়ী যথাসময়ে পদোন্নতি না হওয়ায় টাইম-স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করা। 

সচিবালয়ের সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরদের জন্য দুটি উচ্চতর গ্রেড এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য দুটি অগ্রিম ইনক্রিমেন্ট পুনর্বহাল করা। 

২০তম গ্রেডে কর্মরত কর্মচারীদের জন্য প্রতিদিন ৩০০ টাকা হারে টিফিন ভাতা চালু করা।  

অর্থ সচিব  ড. মো. খায়েরুজ্জামান মজুমদার বৈঠকে পরিষদের দাবিগুলোর যৌক্তিকতা অনুধাবন করেন এবং তা বাস্তবায়নের বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তিনি কর্মচারীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।  


বৈঠকে পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেলাল হোসেন, মিজানুর রহমান, সোহরাব হোসেন, আশরাফুল ইসলাম, রহমাতুল্লাহ বাবু, আব্দুল হামিদ, নুরুজ্জামান, কামরুল ইসলাম, মো. আরিফ ও মো. ইসমাইল প্রমুখ।  

এদিকে, সচিবালয় কর্মকর্তা-কর্মচারী পরিষদের নেতৃবৃন্দ অর্থ সচিবের দেওয়া আশ্বাসে সন্তোষ প্রকাশ করে বলেছেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখবেন।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com