বগুড়া জেলা যুবদলের নতুন কমিটির ৫ নেতার পদ স্থগিত
বগুড়া সদর প্রতিনিধি:
|
![]() বগুড়া জেলা যুবদলের নতুন কমিটির ৫ নেতার পদ স্থগিত রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেলের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। তবে কেন বা কি কারণে তাদের বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তা জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বগুড়া জেলা যুবদলের সদ্য ঘোষিত কমিটির সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. সুজাউল ইসলাম সুমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. ইনছান, সহ সাংগঠনিক সম্পাদক মো. আহসান হাবীব সেলিম, সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মো. মাসুদ রানা ও সদস্য মো. সজল হোসাইন রহমতের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উল্লেখিত নেতারা দলীয় সব কার্যক্রম থেকে বিরত থাকবেন। এর আগে গত ৪ ফেব্রুয়ারি কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে জাহাঙ্গীর আলমকে সভাপতি ও আবু হাসানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন। সোশ্যাল মিডিয়ায় সেই তালিকা প্রকাশ হলে কমিটিতে স্থান পাওয়া কয়েকজন নেতাকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে বির্তক হওয়ায় ওই পাঁচজনের বিরুদ্ধে এমন স্থগিতাদেশ দেয় কেন্দ্রীয় কমিটি। এ বিষয়ে জানতে চাইলে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার-প্রচারণা এবং তার ভিত্তিতে কিছু পত্র-পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের কারণে কেন্দ্রীয় নেতাদের সাময়িকভাবে এ ধরনের ব্যবস্থা নিয়েছেন। উল্লেখিত ৫ নেতা কখনোই যুবলীগ এবং ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। খুব শিগগিরই কেন্দ্র থেকে স্থগিতাদেশ সম্পর্কে বিবৃতি পাঠানো হবে এবং তদন্ত টিম প্রকৃত সত্য জানার পর প্রকৃত সত্য বেড়িয়ে আসবে। ডেল্টা টাইমস/আবদুস সবুর/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |