ঝোড়ো ব্যাটিংয়ে নাঈম শেখের ১৭৬, প্রাইম ব্যাংকের রেকর্ড সংগ্রহ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() ঝোড়ো ব্যাটিংয়ে নাঈম শেখের ১৭৬, প্রাইম ব্যাংকের রেকর্ড সংগ্রহ নাঈমের ঝোড়ো ব্যাটিংয়ে ডিপিএলে রেকর্ড সংগ্রহ পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ক্লাবটির সংগ্রহ ৪২২ রান। এর আগে ২০১৮ সালে ৩৯৩ রান করেছিল আবাহনী। এতদিন সেটিই ছিল সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ রোববার থেকে শুরু হয়েছে তৃতীয় রাউন্ড। ঢাকার তিন ভেন্যুতে চলছে ছয় দলের খেলা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন। মিরপুরে টস জিতে প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ব্রাদার্স ইউনিয়ন। সাব্বির হোসেনকে নিয়ে নাঈম শেখ দারুণ শুরু এনে দেন। রানের ফোয়ারা ছুটিয়ে এগোতে থাকেন নাঈম। অন্যপ্রান্তে সঙ্গী বদল হলেও তার ব্যাট থেকে আসে ঝোড়ো সেঞ্চুরি। মাত্র ৮০ বলে তিন অঙ্ক স্পর্শ করেন। শতক হাঁকানোর পর আরও চড়াও হয় তার ব্যাট। ব্রাদার্সের বোলারদের নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন। ৮০ বলে সেঞ্চুরির পর ১০৬ বলে দেড়শ রান পার করেন। এক সময় মনে হচ্ছিল ডাবল সেঞ্চুরি করে ফেলবেন তবে সেটি শেষ পর্যন্ত হয়নি। ব্যক্তিগত ১৭৬ রানে থাকা অবস্থায় কাভারে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাংলাদেশের হয়ে লিস্ট এ ক্রিকেটে সর্বোচ্চ ২০৮* রান রয়েছে সৌম্য সরকারের। ২০১৯ সালে আবাহনীর হয়ে ধানমন্ডির বিপক্ষে করেছিলেন এই রান। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |