রাজধানীর শ্যামলীতে নারীর প্রতি সহিংসতার অভিযোগে রাসেল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক:
|
![]() রাজধানীর শ্যামলীতে নারীর প্রতি সহিংসতার অভিযোগে রাসেল গ্রেপ্তার সোমবার (১০ মার্চ) বিকেলে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমান। যে ঘটনার অভিযোগে রাসেলকে গ্রেপ্তার করেছে সেটি ঘটেছিল গত বছর সরকার পতনের পর। গত ২৯ আগস্ট শ্যামলী স্কয়ারের সামনের সড়কে ভাসমান যৌনকর্মীদের মারধর করেন তিনি এবং সেই দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। ১ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিও নিয়ে বিপুল আলোচনা-সমালোচনা হয়। সেই ঘটনার প্রায় সাত মাস পর মো. রাসেলকে গ্রেপ্তার করা হলো। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |