মন্ত্রিপরিষদের সচিবের কাছে
মহার্ঘ ভাতার দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() মহার্ঘ ভাতার দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের মঙ্গলবার (১১ মার্চ) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কিছু দাবি বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়। আলোচনায় সচিবকে জানানো হয় যে, জনপ্রশাসন মন্ত্রণালয়ে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত অভ্যন্তরীণ সমন্বয় সভার কার্যবিবরণীতে ‘সঞ্জীবনী প্রশিক্ষণ’ বাতিল এবং ইনহাউস প্রশিক্ষণ ৬০ ঘণ্টার পরিবর্তে ৫০ ঘণ্টায় নামিয়ে আনা হয়েছে। সচিবালয়ের সব কর্মকর্তা-কর্মচারী যখন মহার্ঘ ভাতা ঘোষণার অপেক্ষায় অধীর আগ্রহে দিন পার করছেন, তখন এমন একটি সিদ্ধান্ত তাদের মধ্যে মারাত্মক হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে। বিষয়টি শিগগিরই পুনর্বহালের জন্য মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সহযোগিতা ও হস্তক্ষেপ কামনা করা হয়। আলোচনায় সচিব আশ্বস্ত করেন যে, সঞ্জীবনী ও ইনহাউস প্রশিক্ষণের বিষয়টি তিনি বিবেচনা করবেন। মহার্ঘ ভাতার বিষয়ে তিনি বলেন, মুদ্রাস্ফীতি প্রায় স্থিতিশীল হওয়ার পথে। ২০২৫ সালের মে-জুন মাসের মধ্যে একটি ঘোষণা আসতে পারে। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |