খাদ্য উপদেষ্টার কাছে আবেদন
ন্যায্যমূল্যে রেশন চালুর দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের
নিজস্ব প্রতিবেতদক:
প্রকাশ: বুধবার, ১২ মার্চ, ২০২৫, ৭:৪০ পিএম

ন্যায্যমূল্যে রেশন চালুর দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

ন্যায্যমূল্যে রেশন চালুর দাবি সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের

সরকারের নীতি বাস্তবায়নের মূল কারিগর, তবে নিজেদের অধিকার আদায়ে নীরব যোদ্ধা—বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের এই চিত্র আবারও সামনে এসেছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে তাদের নাভিশ্বাস উঠলেও, রেশন সুবিধার অভাবে তারা যেন সরকারি সুযোগ-সুবিধার ‘অদৃশ্য শ্রেণি’। একদিকে প্রায় ৮ লাখ সরকারি কর্মী রেশনসহ নানা ধরনের সুবিধা ভোগ করছেন, অন্যদিকে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন না তাদের ন্যূনতম অধিকার।

এই বৈষম্যের বিরুদ্ধে এবার সরব হয়েছেন তারা, খাদ্য মন্ত্রণালয়ের দরজায় কড়া নাড়ছে তাদের নতুন আবেদন—‘ন্যায্য রেশন চাই, বৈষম্যের অবসান চাই!’ বুধবার (১২ মার্চ) বাংলাদেশ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্যমূল্যে রেশন সুবিধা প্রদানের দাবি জানিয়ে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার লিখিত আবেদন করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে খাদ্যমন্ত্রীর কাছে প্রেরিত এই আবেদনে সচিবালয়ের কর্মচারীদের জন্য রেশন ব্যবস্থা চালু এবং বৈষম্য দূর করার আহ্বান জানানো হয়েছে।

সংগঠনটির দাবি, সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাদের জন্য বিশেষ রেশন বা আর্থিক সুবিধা নেই। অন্যদিকে, প্রায় ৮ লাখ সামরিক-বেসামরিক কর্মকর্তা-কর্মচারী রেশনসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন, যা সচিবালয়ের কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ বলে উল্লেখ করা হয়েছে আবেদনে।

এছাড়া, ২০২০ সালের একটি পূর্ববর্তী আবেদনের পর চার বছর পেরিয়ে গেলেও এখনো রেশন সুবিধা বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ তুলেছে সংগঠনটি। বর্তমান বাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে সচিবালয়ের কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে এই সুবিধা জরুরি বলে উল্লেখ করা হয়।

সংগঠনের মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এবং সভাপতি মো. বাদিউল কবীর যৌথ বিবৃতিতে বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সচিবালয়ের অনেক কর্মচারী মানবেতর জীবনযাপন করছেন। অন্যান্য সরকারি প্রতিষ্ঠানের কর্মীদের মতো সমান সুবিধা পেলে তাদের আর্থিক চাপ কমবে। আমরা আশা করছি, মন্ত্রণালয় দ্রুত এই ইস্যুতে কার্যকর পদক্ষেপ নেবে।"


২০২০ সালে প্রথমবারের মতো রেশন সুবিধার দাবি জানানো হয়েছিল খাদ্য মন্ত্রণালয়ে। তবে সেই আবেদনটি এখনো আলোর মুখ দেখেনি। সংগঠনটির নতুন আবেদনে বলা হয়েছে, "সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সমতা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সচিবালয়ের কর্মীদের জন্য রেশন সুবিধা চালু করা হোক।"


খাদ্য মন্ত্রণালয় এই আবেদনটি বিবেচনায় নেওয়া হয়েছে কিনা, তা এখনো নিশ্চিত করা যায়নি। তবে সংগঠনটি জানিয়েছে, দাবি পূরণে প্রয়োজনে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত।


সচিবালয়ের কর্মচারীদের এই দাবি সরকারের সামনে একটি নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। ন্যায্য সুবিধা নিশ্চিত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে কিনা, তা এখন সবার চোখ মন্ত্রণালয়ের দিকে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com