সাউথইস্ট ব্যাংকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালা
নিজস্ব প্রতিবেদক
|
![]() সাউথইস্ট ব্যাংকের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কর্মশালা প্রোগ্রামের সমাপনী পর্বে ব্যাংকের মাননীয় চেয়ারম্যান, জনাব এম. এ. কাশেম, একটি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি ব্যাংকের উদ্ভাবনী চিন্তাভাবনা এবং গ্রাহক-কেন্দ্রিক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং গতিশীল বাজার পরিবেশে অগ্রগামী থাকার লক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা রিটেইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড বিপণন কৌশল এবং গ্রাহক সম্পৃক্ততার প্রায়োগিক দিকগুলো নিয়ে শিল্পখাতের নেতৃস্থানীয় ব্যক্তিদের সরাসরি অভিজ্ঞতা থেকে মূল্যবান জ্ঞান অর্জন করেন। এটি ব্যাংকের কর্মকর্তাদের পেশাদারিত্ব এবং বাজারে নেতৃত্বদানকারী ভূমিকা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। প্রোগ্রামটির উদ্বোধনী বক্তব্য প্রদান করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, জনাব নুরউদ্দিন মোঃ ছাদেক হোসাইন। উক্ত প্রোগ্রামে ৭০ জন কর্মকর্তা ব্যাংকের বিভিন্ন শাখা থেকে আমন্ত্রিত হন। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |