রাহুলের ভালবাসায় মাতৃত্ব উপভোগ আথিয়ার
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() রাহুলের ভালবাসায় মাতৃত্ব উপভোগ আথিয়ার ২০২৪ সালের শেষের দিকে ইনস্টাগ্রামে সুখবর জানিয়েছিলেন আথিয়া। বেইজ রঙের ব্যাকগ্রাউন্ডে ইভিল আই ইমোজি দিয়ে তিনি লিখেছিলেন, ‘আমাদের কাছে সুন্দরতম আশীর্বাদ আসছে খুব তাড়াতাড়ি’। সঙ্গে ছিল ছোট্ট শিশুর পায়ের ছাপ এবং ২০২৫ লেখা। স্পষ্ট হয়ে গিয়েছিল, নতুন বছরেই বাবা-মা হতে চলেছেন আথিয়া ও রাহুল। এরপর গর্ভাবস্থার কথা জানানোর কিছুদিনের মধ্যেই স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়ায় ছুটি কাটানোর মুহূর্ত শেয়ার করেছিলেন আথিয়া। ক্যাফেতে বসে কফি পান করার সেই ছবিতে আথিয়ার গ্ল্যামারাস লুক এবং স্পষ্ট বেবিবাম্প নজর কেড়েছিল ভক্তদের। এবার দু'মাসের মধ্যেই স্বামী কেএল রাহুলের সঙ্গে মেটারনিটি শুট সারলেন আথিয়া। সেই ছবিগুলি যেন এক কথায় মুগ্ধতার প্রতিচ্ছবি। প্রথম ছবিতে ধূসর রঙের একটি গাউনে মোহময়ী আথিয়াকে দেখা যায়, কোলে শুয়ে রয়েছেন রাহুল। দ্বিতীয় ছবিটি সাদা-কালো— এক হাতে স্বামীর হাত ধরে, অন্য হাতে বেবিবাম্প আগলে হাঁটছেন হবু মা। তৃতীয় ছবিতে আলো-আঁধারির খেলায় মগ্ন আথিয়া। আর চতুর্থ ছবিতে দেখা যায়, সন্তানস্নেহের ছোঁয়ায় স্বামীকে জড়িয়ে ধরেছেন তিনি। এই ছবিগুলির সঙ্গে আথিয়া ক্যাপশনে লিখেছেন, "ওহ, বেবি!" — যা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে তাদের অনুরাগীদের মন। ছবিগুলি ভাইরাল হতেই শুভেচ্ছার ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একদিকে অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, অন্যদিকে কেউ কেউ খোলামেলা এই শুট নিয়ে বিরূপ মন্তব্যও করেছেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |