রংপুর বিভাগ
ঈদযাত্রায় নিরাপদ মহাসড়ক: হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ৪:৫৭ পিএম

ঈদযাত্রায় নিরাপদ মহাসড়ক: হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা

ঈদযাত্রায় নিরাপদ মহাসড়ক: হাইওয়ে পুলিশের বিশেষ তৎপরতা

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে হাইওয়ে পুলিশ, রংপুর রিজিয়ন ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। রংপুর বিভাগের প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জকে ঘিরে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধুমাত্র গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী মহাসড়ক এলাকায় অতিরিক্ত অর্ধশত পুলিশ ফোর্স মোতায়েন করা হচ্ছে।  

এছাড়াও গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, বড়দরগা, শঠিবাড়ী ও তারাগঞ্জ এলাকায় অতিরিক্ত পেট্রোল মোতায়েন করা হয়েছে। এই পেট্রোল পার্টিগুলো মহাসড়কে দিন-রাত টহল দেবে এবং যেকোনো অপরাধ প্রতিরোধ ও যাত্রী নিরাপত্তায় সচেষ্ট থাকবে। পাশাপাশি, রাত্রিকালে ঢাকাগামী যানবাহনে ভিডিও মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।  

রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ট্রাফিক জংশনসমূহে পুলিশের ডিউটি তদারকি করছেন। সেইসঙ্গে তিনি গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী ও শঠিবাড়ী বাজার এলাকায় চলমান সড়ক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করতে নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প প্রকৌশলীদের সঙ্গে সমন্বয় করছেন।  

আজ বিকেলে যানজট নিরসনে গোবিন্দগঞ্জ মোড়ে অবস্থিত ঢাকাগামী বাস কাউন্টারগুলো ঈদের সময় অস্থায়ীভাবে সরিয়ে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন পুলিশ সুপার। এসময় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।  

সার্বিকভাবে ঈদকে সামনে রেখে হাইওয়ে পুলিশ, রংপুর রিজিয়ন মহাসড়কে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, যাত্রীরা যাতে যানজটমুক্ত ও নিরাপদ পরিবেশে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে হাইওয়ে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com