হাটিকুমরুল মহাসড়কে ডাকাতি রুখতে অভিযানে নামছে পুলিশ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
|
![]() হাটিকুমরুল মহাসড়কে ডাকাতি রুখতে অভিযানে নামছে পুলিশ তথ্য অনুসন্ধানে জানা গেছে, সিরাজগঞ্জ সড়ক থেকে নলকা ব্রিজ পর্যন্ত ১২টি চোরাকারবারি পয়েন্ট ডাকাতদের আস্তানায় পরিণত হয়েছে। এসব পয়েন্টে রাতে চোরাই মালামাল কেনাবেচা হয় এবং ডাকাতরা ওত পেতে থাকে। সম্প্রতি ৯ মার্চ ২০২৫ তারিখে জামায়াত নেতাদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে ডাকাত সদস্যরা তাদের টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপির নাম ব্যবহার করে সামিদুল, স্বপন, টনিক ও সবুর নামের একাধিক গোষ্ঠী এসব চোরাই পয়েন্ট নিয়ন্ত্রণ করছে। তারা ট্রাকচালকদের কাছ থেকে স্বল্পমূল্যে লোহা, কয়লা, পাথর, চাল, গম, তেলসহ বিভিন্ন মালামাল কিনে নেয়। অনেক ক্ষেত্রে পুরো ট্রাকের মালামাল জবরদখল করে বিক্রি করে দেওয়ারও অভিযোগ রয়েছে। সরেজমিনে নলকা ব্রিজের পশ্চিমে সামিদুল ও স্বপনের চোরাই পয়েন্টের কার্যক্রম চোখে পড়েছে। এছাড়া হাটিকুমরুল হাইওয়ে থানার সামনে নবনির্মিত ট্রাক স্ট্যান্ডের পাশে সবুর ও টনিকের আরেকটি পয়েন্ট সক্রিয়। টনিক ও সবুর নিজেদের বিএনপি নেতা ইকবাল মাহমুদ টুকুর ভাই বলে পরিচয় দিয়ে চোরাই কার্যক্রম চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, চোরাই মালামাল কেনাবেচার ঘটনায় আগেও মামলা হয়েছে। ঈদের আগে এসব পয়েন্ট বন্ধে বিশেষ অভিযান চলবে বলেও তিনি জানিয়েছেন। তবে ভুক্তভোগী ও স্থানীয়রা মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ ছাড়া এই মহাসড়কে ডাকাতি বন্ধ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ডেল্টা টাইমস/জাকির/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |