সিরাজগঞ্জের ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি :
প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫, ৪:০৬ পিএম

সিরাজগঞ্জের ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জে রাস্তার ড্রেন নির্মাণের সময় দেয়াল ধসে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তিনজন।

শনিবার (১৫ মার্চ) সকাল ১১টার দিকে শহরের পৌরসভার সাহেদনগর (ব্যাপারিপাড়া) এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত ও আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সকালে শহরের সাহেদনগর ব্যাপারিপাড়ায় ড্রেন নির্মাণের জন্য খননকাজ চলছিল। সেখানে পাঁচ শ্রমিক কাজ করছিলেন। এ সময় পাশের একটি বাড়ির দেয়াল ধসে পড়লে পাঁচজনই চাপা পড়েন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। সেখানে নেওয়ার পর একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এছাড়া মেডিনোভা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেক শ্রমিকের মৃত্যু হয়। নিহতদের মধ্যে একজনের মরদেহ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে, আর অপরজনের মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শ্রমিকরা মাটি থেকে পাঁচ ফুট নিচে খননের কাজে নিয়োজিত ছিলেন। এ সময় রাস্তার পাশে থাকা ছয় থেকে সাত ফুট উঁচু একটি দেয়াল ধসে পড়ে, এতে পাঁচজন শ্রমিক চাপা পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


ডেল্টা টাইমস/মো. জাকির হোসাইন/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com