দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ প্রস্তুতি ও সমন্বয়ে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দুর্যোগ প্রস্তুতি ও সমন্বয়ে বিভাগীয় সংলাপ অনুষ্ঠিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) প্রফেসর ডা. মো. আজিজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে বলেন, "অ্যান্টিসিপেটরি অ্যাকশন কেবল ধারণা নয়, এটি দুর্যোগপ্রবণ অঞ্চলের জনগণের জীবনরক্ষার হাতিয়ার। আজকের আলোচনায় জলবায়ু সংকট মোকাবিলায় পূর্বসতর্কতামূলক ব্যবস্থার প্রয়োজনীয়তা আরও স্পষ্ট হয়েছে। তবে শুধু পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে বাস্তবায়নে জোর দিতে হবে। দুর্যোগে স্থানীয় জনগোষ্ঠীর সহনশীলতা বাড়ানো, পূর্বাভাস প্রযুক্তি উন্নয়ন ও সময়মতো সহায়তা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ প্রয়োজন।" দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) পরিচালক আহমেদুল হকের সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মোমেনুল ইসলাম এবং বিডিআরসিএসের ব্যবস্থাপনা পর্ষদ সদস্য ডা. মাহমুদা আলম মিতু। এছাড়াও সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা, আইএফআরসি ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা অংশ নেন। স্বাগত বক্তব্যে বিডিআরসিএসের দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার বলেন, "অতীত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জন্য টেকসই ও স্থানীয়ভাবে পরিচালিত পূর্বসতর্কতা কর্মকাণ্ড গড়ে তুলতে হবে।" অংশগ্রহণকারীরা প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনী কৌশল এবং স্থানীয় সম্পৃক্ততা বাড়ানোর ওপর জোর দেন। অ্যান্টিসিপেটরি অ্যাকশন টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ে এটিই চতুর্থ বিভাগীয় সংলাপ। এর আগে ২০২৩, ২০২৪ ও চলতি বছরের শুরুতে তিনটি বিভাগীয় পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়। বিডিআরসিএসের সহকারী পরিচালক ও ওয়ার্কিং গ্রুপের সমন্বয়ক শাহজাহান সাজু জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মতো দুর্যোগপ্রবণ এলাকায় সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানোই এ উদ্যোগের লক্ষ্য। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |