এমবাপের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() এমবাপের জোড়া গোলে বার্সাকে হটিয়ে শীর্ষে রিয়াল শনিবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে বল দখলে এগিয়ে থাকলেও অন্য সকল বিবেচনায় পিছিয়ে ছিল কার্লো আনচেলত্তির দল। বিপরীতে ম্যাচজুড়ে শট, কর্নার ও আক্রমণে এগিয়ে থাকা স্বাগতিক ভিয়ারিয়াল শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ল। তাদের পক্ষে শুরুতে একটি গোল করেন হুয়ান ফয়থ। সেই লিড ভেঙে রিয়ালের পক্ষে এমবাপের দুটি গোলই হয়েছে প্রথমার্ধে। লস ব্লাঙ্কোসদের বিপক্ষে আক্রমণাত্মক শুরুর পর গোল আদায় করতেও সময় নেয়নি ভিয়ারিয়াল। ম্যাচের পাঁচ মিনিট যেতেই পরপর দুটি শট ঠেকিয়ে দিলেও বেশিক্ষণ জাল অক্ষত রাখতে পারেননি থিবো কোর্তোয়া। মূলত তার ঝাঁপিয়ে ঠেকানো দ্বিতীয় শটটি কর্নারে পরিণত হলে, সেখান থেকে ফয়থের হাঁটুতে লেগে লিড নেয় ভিয়ারিয়াল। এরপরও টানা আক্রমণের মুখেই ছিল সফরকারীরা। তবে মিনিট দশেক পরই তারা ম্যাচে ফিরে। ব্রাহিম দিয়াজের শট প্রথমে ভিয়ারিয়াল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও, ফিরতি বল পেয়ে বল জালে জড়ান এমবাপে। ২৩ মিনিটে নিজের জোড়া এবং রিয়ালের লিড গোল পাইয়ে দেন ফরাসি তারকা। লুকাস ভাসকেজের কাট-ব্যাক নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে ফাঁকি দেওয়া শট নেন এমবাপে। আর এই গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়। এ নিয়ে লা লিগায় ২০তম গোল পেয়ে গেলেন এমবাপে। কেবল একটি বেশি গোল নিয়ে তার ওপরে আছেন বার্সেলোনার পোলিশ তারকা রবার্ট লেভান্ডফস্কি। এ ছাড়া চলতি মৌসুমে সবমিলিয়ে ফ্রান্স অধিনায়ক ৩১টি গোল করলেন। প্রথমার্ধের মতোই বিরতির পরও রিয়াল শিবিরে ত্রাস ছড়ায় ভিয়ারিয়াল। যদিও তাদের পরপর নেওয়া একাধিক শট লক্ষ্যে ছিল না। এভাবে একের পর এক আক্রমণ সামলাতে ব্যস্ত রিয়ালের ক্লান্তি কাটাতে ভিনিসিয়ুস, লুকা মদ্রিচ ও অ্যান্টোনিও রুডিগারকে নামান আনচেলত্তি। এরপর গতি বাড়লেও আর কোনো পক্ষই গোল করতে পারেনি। এ নিয়ে লা লিগায় ২৮ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল মাদ্রিদ। দুইয়ে থাকা বার্সেলোনা দুই ম্যাচ কম খেলা ৫৭ পয়েন্ট পেয়েছে। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অ্যাতলেটিকো মাদ্রিদ। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |