কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে: শুভশ্রী গাঙ্গুলী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে: শুভশ্রী গাঙ্গুলী ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, বিনোদিনীর ভূমিকায় শুভশ্রীর নাম ঘোষণার পর নেটিজেনরা রুক্মিণী মৈত্র অভিনীত বিনোদিনীর চরিত্রটির সঙ্গে তুলনা করতে শুরু করেন। এ বিষয়ে এক সাক্ষাৎকারে শুভশ্রী গাঙ্গুলী বলেন, ‘আমি যদি সব তুলনাতে কান দিই তবে কাজ করব কখন? কাজটাই আমার কাছে শেষ কথা। শুধু এইটুকুই বলব, আমি চাই বিনোদিনী বনাম বিনোদিনী তুলনাটা এই মুহূর্তে বন্ধ হোক।’ তার কথায়, ‘রুক্মিণী আমার থেকে অনেক জুনিয়র। ও নিশ্চয়ই ভীষণ মন দিয়ে কাজটা করেছে। যদিও আমার দেখা হয়নি। কিন্তু একজন শিল্পী হিসেবে আমি অন্য শিল্পীকে সম্মান করি। এবার এই তুলনা বন্ধ হোক।’ নতুন ছবির শুটিং শুরু হবে চলতি বছরের জুন মাসে। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘সত্যি আমাদের কাজের ক্ষেত্রে অনেক বাধা এসেছে। ‘চতুষ্কোণ’-এ কাজ করার কথা ছিল, হলো না। এমনকি ‘দশম অবতার’-এও কাজের কথা হলেও হয়ে ওঠেনি।’ শেষে বলেন, ‘অবশেষে আমরা যে একসঙ্গে কাজ করছি, এটাই দারুণ ব্যাপার।’ নিজেকে যে কোনো চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুতিতে কোনো কমতি রাখেন না অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হবে না। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |