মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ৬:৩৮ পিএম

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার

মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক সোমবার

আইনশৃঙ্খলা নিয়ে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৭ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।


প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার রোববার (১৬ মার্চ) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। 
তিনি জানান, বৈঠকে মাঠপর্যায়ের ১২৮ জন পুলিশ কর্মকর্তা উপস্থিত থাকবেন। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা ও বিভাগীয় পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সভায় সূচনা বক্তব্য দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মাঠপর্যায়ে কর্মরত পুলিশ কর্মকর্তাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, পুলিশ সুপার, তার ওপরের পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে এই বৈঠক হবে। বিভিন্ন মহানগর কমিশনার, রেঞ্জ ডিআইজি, ক্রাইম টিমের সদস্যসহ ১২৭ জন শীর্ষ পুলিশ অফিসার সেই বৈঠকে যোগ দেবেন। পুলিশের আইজিপি সেখানে স্বাগত বক্তব্য রাখবেন। 

আজাদ মজুমদার বলেন, ৫ আগস্টের পর পুলিশের পক্ষ থেকে নেওয়ার বিভিন্ন উদ্যোগের কথা প্রধান উপদেষ্টাকে জানাবেন। একই সঙ্গে পুলিশের মোরাল অ্যাকটিভিটিজ ফিরিয়ে আনার জন্য কী কী উদ্যোগ নেওয়া হয়েছে তাও অবহিত করবেন।

সভায় বিভিন্ন সময় ঘটে যাওয়া অপরাধ এবং প্রকৃত তথ্য নিয়ে আইজিপি কথা বলবেন উল্লেখ করে আজাদ মজুমদার বলেন, মাঠপর্য়ায়ের ৬ জন শীর্ষ কর্মকর্তা ফোকাল পয়েন্টে সেখানে কথা বলবেন। তাঁরা নিজদের সমস্যা, চ্যালেঞ্জ, ট্র্যাকিং বেইজ পুলিশিং, শিল্প পুলিশসহ নানাবিধি বিষয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পুলিশকে কিছু নির্দেশনা দেওয়া হবে। এটি বিশেষ সভা। এর আগে কখনও এ ধরনের সভা হয়নি।

প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব বলেন, পুলিশ সপ্তাহ যেটি হয় সেখানে সরকার প্রধান পুলিশকে উদ্দেশ করে কিছু দিক নির্দেশনা দেন। এবার পুলিশ সপ্তাহ হবে ২৯ এপ্রিল। এবার সেখানে প্রধান উপদেষ্টা বক্তব্য রাখবেন এবং দিকনির্দেশনা দেবেন। তার আগে আগামীকালের সভায় পুলিশকে বিশেষ দিকনির্দেশনা দেওয়ার জন্য ডাকা হয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সহকারি প্রেস সচিব ফয়েজ আহম্মদ।



ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com