সিলেটে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
![]() সিলেটে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী এর আগে রোববার দিবাগত রাত বাংলাদেশ সময় ২টায় যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হন হামজা। তারকা ফুটবলার হামজার পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে। ![]() সিলেটে পৌঁছে ভক্তদের ভালোবাসায় সিক্ত হামজা চৌধুরী হামজার আগমনে গণমাধ্যমকর্মীদের ভীড়ও ছিল লক্ষ্যণীয়। বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হয়ে গণমাধ্যমের মুখোমুখি হন এই ইংলিশ ফুটবলার। তবে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় খুব বেশি কিছু বলতে পারেন হামজা চৌধুরী। পরে সেখান থেকে আবার বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢুকে যান। বাফুফে সদস্যরা জানিয়েছেন, বিমানবন্দর থেকে ফুটবলার হামজা পৈত্রিক বাড়ি হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রামে যাবেন। সেখান থেকে আগামীকাল ঢাকা যাবেন। এরপর একদিন প্র্যাকটিস করবেন। এদিকে, হামজাকে স্বচক্ষে এক নজর দেখার জন্য সিলেট বিমানবন্দরের বাইরে অনেক সমর্থকের ভিড়। কেউ ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন, কেউ আবার খালি হাতে শুধু এক নজর দেখার জন্য। এসময় তারা বিভিন্ন ধরণের মিছিল দিতে থাকেন। ডেল্টা টাইমস/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |